Advertisement

Narendra Modi: ধারেকাছেও নেই ট্রাম্প, ফের বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার শিরোপা পেলেন মোদী

ধারে পাশেও নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের একবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার তকমা ছিনিয়ে নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা? আর কোন দেশের রাষ্ট্রপ্রধান রয়েছেন এই তালিকায়?

নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 26 Jul 2025,
  • अपडेटेड 10:07 AM IST
  • ফের বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার শিরোপা মোদীর
  • গোহারা হারালেন ডোনাল্ড ট্রাম্পকে
  • আর কোন কোন নেতা রয়েছেন এই তালিকায়?

ফের একবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতার তকমা পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজনেস ইন্টালিজেন্স সংস্থার মর্নিং কনসাল্টের তরফে চালানো জুলাই ২০২৫-এর একটি সার্ভে রিপোর্ট বলছে, প্রধানমন্ত্রী মোদী পেয়েছেন ৭৫ শতাংশ সমর্থন। এই সার্ভেটি করা হয় গত ৪ থেকে ১০ জুলাইয়ের মধ্যে। ২০টিরও বেশি দেশের নেতাদের মধ্যে থেকে মানুষ পছন্দ করে নিয়েছেন নমোকেই। 

কোন কোন নেতা রয়েছেন জনপ্রিয়তার তালিকায়?
BJP নেতা অমিত মালব্য একটি পোস্টে এই সার্ভে রিপোর্ট তুলে ধরেন। মর্নিং কনসাল্টের তরফে তৈরি সেই রিপোর্ট অনুযায়ী, প্রথম স্থানে রয়েছেন নরেন্দ্র মোদী। দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং। তিনি পেয়েছেন ৫৯ শতাংশ মানুষের সমর্থন। তৃতীয় স্থানে রয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই। তিনি পেয়েছেন ৫৭ শতাংশ মানুষের সমর্থন। এছাড়া কানাডার মার্ক কার্নি পেয়েছেন ৫৬ শতাংশ মানুষের সমর্থন। অস্ট্রেলিয়ার অ্যান্থনি অ্যালবানেজ পেয়েছেন ৫৪ শতাংশ মানুষের সমর্থন। 

ট্রাম্পকে সমর্থন কত জনের?
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪৪ শতাংশ মানুষের সমর্থন পেয়েছেন। ৫০ শতাংশ মানুষ তাঁর বিরোধিতা করেছেন। 

অন্যদিকে, সবচেয়ে কম জনপ্রিয় নেতার শিরোপা পেয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী পেট্র ফিয়ালা। তাঁরা পেয়েছেন মাত্র ১৮ শতাংশ মানুষের সমর্থন। ৭৪ শতাংশ তাঁদের বিরোধিতা করেছেন। 

ইটালির জর্জিয়া মেলোনি: ৪০ শতাংশ সমর্থন
জার্মানির ফ্রেডরিক মর্জ: ৩৪ শতাংশ সমর্থন
তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোগান: ৩৩ শতাংশ সমর্থন
ব্রাজিলের লুলা দ্য সিলভা: ৩২ শতাংশ সমর্থন
ব্রিটেনের কিয়ার স্টার্মার: ২৬ শতাংশ সমর্থন
জাপানের শিগেরু ইশিবা: ২০ শতাংশ সমর্থন

  

 

Read more!
Advertisement
Advertisement