Advertisement

PM Modi Viral Video: মোদী কানে দুল পরেছেন? ওমানে প্রধানমন্ত্রীর VIRAL VIDEO-র সত্যতা কী

সোশ্যাল মিডিয়ায় চর্চায় ওমান সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কানের দুল। নেটিজেনরা অনেকেই প্রধানমন্ত্রীর এই ফ্যাশন নিয়ে বাহবা দিচ্ছেন। অনেকে আবার সমালোচনাও করছেন। 

ওমানের প্রতিরক্ষা বিষয়ক উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীওমানের প্রতিরক্ষা বিষয়ক উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Aajtak Bangla
  • দিল্লি,
  • 19 Dec 2025,
  • अपडेटेड 12:34 PM IST

সোশ্যাল মিডিয়ায় চর্চায় ওমান সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কানের দুল। নেটিজেনরা অনেকেই প্রধানমন্ত্রীর এই ফ্যাশন নিয়ে বাহবা দিচ্ছেন। অনেকে আবার সমালোচনাও করছেন। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ওমানের প্রতিরক্ষা বিষয়ক উপ-প্রধানমন্ত্রী উষ্ণ অভ্যর্থনা জানান। দু'দিনের সফরে ওমানে যান তিনি। সেখআনে ঐতিহ্যবাহী নাচ এবং গার্ড অফ অনার সহ জাঁকজমকভাব তাঁকে স্বাগত জানানো হয়। তবে, সোশ্যাল মিডিয়ায় কৌতূহলের তৈরি হয়েছিল তাঁর বাম কানে একটি ছোট, ঝলমলে কানের দুল। এটি জল্পনা-কল্পনার বন্যা শুরু হয়। এটি কি প্রধানমন্ত্রী মোদীর নতুন স্টাইল?

প্রধানমন্ত্রী মোদী তাঁর পোশাকের দিকে যথেষ্ট মনোযোগ দেন। সরকারি অনুষ্ঠানে তাঁর ঝরঝরে, সুন্দরভাবে কাটা স্যুট এবং উজ্জ্বল রঙ সবসময়ই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তবে, এবার, প্রধানমন্ত্রী মোদীর পরা "কানের দুল" নিয়ে জোর চর্চা শুরু হয়। অনেকেই দাবি করেছেন, প্রধানমন্ত্রীকে নয়া লুকে দারুণ মানিয়েছে। আবার সমালোচনাও করেছেন অনেকে। তবে সত্যিই কি কান বিঁধিয়ে নিলেন প্রধানমন্ত্রী? ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যাবে, ওটি দুল নয়, রিয়েল-টাইম ট্রান্সলেট ডিভাইস। যা বিভিন্ন ভাষা অনুবাদ করতে পারে। মসৃণ যোগাযোগের সুবিধার্থে উচ্চ-স্তরের কূটনৈতিক ব্যস্ততার সময় এই ধরনের ডিভাইসগুলি ব্যবহার করা হয়।

বিমানবন্দরে ওমানের উপ-প্রধানমন্ত্রী সাইয়্যেদ শিহাব বিন তারিক আল সাইদের সঙ্গে দেখা করার সময় প্রধানমন্ত্রী মোদী ডিভাইসটি পরেছিলেন। উপসাগরীয় দেশ ওমানের সরকারি ভাষা আরবি।

প্রধানমন্ত্রীর ওমান সফর ছিল অতি গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। কারণ, ভারত উপসাগরীয় দেশটির সঙ্গে তার সম্পর্ক জোরদার করতে চাইছে। 

তাঁর সফরের সময়, প্রধানমন্ত্রী মোদী ওমানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষর করেন, যা ভারতের প্রায় ৯৮% রপ্তানিতে শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রদান করবে। অন্যদিকে, ভারত খেজুর এবং মার্বেলের মতো ওমান থেকে আসা পণ্যের উপর শুল্ক কমাবে।

উল্লেখযোগ্যভাবে, প্রধানমন্ত্রী মোদী ভারতে যাওয়ার আগে, ভারত-ওমান সম্পর্কের ক্ষেত্রে "ব্যতিক্রমী অবদানের" জন্য সুলতান হাইথাম বিন তারিক তাকে গুল জাতির বেসামরিক সম্মান অর্ডার অফ ওমানে ভূষিত করেন।

Advertisement

"এটি ভারত ও ওমানের জনগণের মধ্যে স্নেহ ও বিশ্বাসের প্রতীক," টুইট করেছেন প্রধানমন্ত্রী মোদী।
 

Read more!
Advertisement
Advertisement