Advertisement

Modi-Musk Talks: টেসলার এন্ট্রি সঙ্গে আরও কী কী? মাস্কের সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা মোদীর

ধনকুবের ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শুক্রবার এক্স হ্যান্ডলে এ কথা নিজেই জানিয়েছেন প্রধানমন্ত্রী। বেশ কিছু বিষয়ে তাঁদের কথা হয়েছে। ভারতে বৈদ্যুতিক গাড়ির বাজারে ঢুকতে চাইছে টেসলা। এই আবহে টেসলা কর্তার সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ আলাদা তাৎপর্য পেয়েছে। 

ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা মোদীর।ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা মোদীর।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 18 Apr 2025,
  • अपडेटेड 2:59 PM IST
  • ধনকুবের ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
  • শুক্রবার এক্স হ্যান্ডলে এ কথা নিজেই জানিয়েছেন প্রধানমন্ত্রী।
  • বেশ কিছু বিষয়ে তাঁদের কথা হয়েছে।

ধনকুবের ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শুক্রবার এক্স হ্যান্ডলে এ কথা নিজেই জানিয়েছেন প্রধানমন্ত্রী। বেশ কিছু বিষয়ে তাঁদের কথা হয়েছে। ভারতে বৈদ্যুতিক গাড়ির বাজারে ঢুকতে চাইছে টেসলা। এই আবহে টেসলা কর্তার সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ আলাদা তাৎপর্য পেয়েছে। 

কী জানিয়েছেন প্রধানমন্ত্রী?

এক্স হ্যান্ডলে মোদী লিখেছেন, 'ইলন মাস্কের সঙ্গে কথা হল। বিভিন্ন বিষয়ে আলোচনা হল। চলতি বছরে ওয়াশিংটনে আলোচনায় যে বিষয়গুলি উত্থাপিত হয়েছিল, তা নিয়েও কথা হয়েছে। প্রযুক্তিক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেছি। এসব ক্ষেত্রে আমেরিকার সঙ্গে অংশীদার হতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।'


চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি ব্লেয়ার হাউসে মোদীর সঙ্গে দেখা করেছিলেন মাস্ক। সেই  সময়, প্রযুক্তি,মহাকাশ অনুসন্ধান এবং টেসলার সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছিল। 


ভারতে আসার ব্যাপারে তৎপর টেসলা। সূত্রের খবর, টেসলার আধিকারিকরা শীঘ্রই ভারতে আসতে পারেন। মাস্কের টেসলাকে আমদানি শুল্কে ছাড় পেতে ভারত সরকারের প্রকল্পের অধীনে আবেদন করতে হবে। সূত্রের দাবি, উৎপাদনের জন্য টেসলার পছন্দের গন্তব্য মহারাষ্ট্রের চাকান এবং ছত্রপতি শম্ভাজি নগর ও গুজরাট। মনে করা হচ্ছে, মাস্কের ইলেকট্রিক গাড়ি কোম্পানি ভারতে ৩ থেকে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারে।

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিক থেকে মুম্বই, দিল্লি এবং বেঙ্গালুরুতে বিক্রি শুরু করার পরিকল্পনা করছে টেসলা। 

Read more!
Advertisement
Advertisement