Advertisement

PM Narendra Modi: 'পৃথিবী তোমায় মিস করছিল,' সুনীতাকে অভিনন্দন জানালেন মোদী

মহাকাশে ৯ মাস কাটানোর পর আজ 'ঘর ওয়াপসি' হল সুনীতা উইলিয়ামসদের। পৃথিবীতে ফিরে আসায় আনন্দ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুনীতাকে 'আইকন' বলে সম্বোধন করে ক্রু ৯-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। ইনস্টাগ্রামে একটি পোস্টও শেয়ার করেছেন।

সুনীতা উইলিয়ামসকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরসুনীতা উইলিয়ামসকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Aajtak Bangla
  • দিল্লি,
  • 19 Mar 2025,
  • अपडेटेड 1:07 PM IST

মহাকাশে ৯ মাস কাটানোর পর আজ 'ঘর ওয়াপসি' হল সুনীতা উইলিয়ামসদের। পৃথিবীতে ফিরে আসায় আনন্দ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুনীতাকে 'আইকন' বলে সম্বোধন করে ক্রু ৯-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। ইনস্টাগ্রামে একটি পোস্টও শেয়ার করেছেন।

স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী মোদী এক্স-এ লেখেন, "ওয়েলকাম ক্রু ৯! পৃথিবী তোমাকে মিস করেছে। তিনি ধৈর্য, ​​সাহস এবং অপরিমেয় মানবিক চেতনার পরীক্ষা দিয়েছেন। সুনিতা উইলিয়ামস এবং ক্রু ৯ মহাকাশচারীরা আবারও দেখিয়েছেন অধ্যবসায়ের প্রকৃত অর্থ কী। বিশাল অজানার মুখে তাঁর দৃঢ় সংকল্প লক্ষ লক্ষ মানুষকে সবসময় অনুপ্রাণিত করবে।"

প্রধানমন্ত্রী আরও লিখেছেন, "এই মিশনটি মানুষের সামর্থ্যের সীমা অতিক্রম করার সাহস দেয়, স্বপ্ন দেখার সাহস দেয় এবং সেই স্বপ্নগুলিকে বাস্তবে রূপান্তর করে।"

'সুনিতা একজন আইকন': প্রধানমন্ত্রী মোদী
সুনিতা উইলিয়ামসকে একজন আইকন হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, "সুনিতা উইলিয়ামস, একজন ট্রেইলব্লেজার এবং একজন আইকন, তার ক্যারিয়ার জুড়ে এই চেতনার উদাহরণ দিয়েছেন। যারা তাদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে কাজ করেছেন তাদের জন্য আমরা খুবই গর্বিত। তিনি দেখিয়েছেন যখন সঠিক লক্ষ্য, আবেগ এবং প্রযুক্তি একত্রিত হয় তখন কী ঘটতে পারে।"

বুধবার ভারতীয় সময় অনুযায়ী কাকভোরে ক্রু ড্রাগনে পৃথিবীতে নামেন সুনীতা ও বুচ সহ ৪ মহাকাশচারী। ২৮৬ দিন টানা মহাকাশে কাটিয়ে অবশেষে প্রত্যাবর্তন। 

প্রসঙ্গত, সুনীতাদের এই মিশন ছিল ৮ দিনের। কিন্তু যান্ত্রিক গোলযোগের জেরে ৯ মাস লাগল পৃথিবীতে ফিরতে। ড্রাগন যখন সুনীতাদের নিয়ে সমুদ্রপৃষ্ট ছুঁল, সেই ভিডিও এই মুহূর্তে ভাইরাল। গোটা পৃথিবী দেখছে।

Read more!
Advertisement
Advertisement