Advertisement

PM Modi Slogan: যোগী-শুভেন্দুর কথাই এবার মোদীর মুখেও! মহারাষ্ট্রে যা বললেন

বিরোধী জোটকে নিশানা করে মহারাষ্ট্রে বিধানসভার ভোটের প্রচারে ধুলেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কটাক্ষ,'মহা বিকাশ আঘাড়ির না আছে, না আছে ব্রেক! চালকের আসনে বসতেও মারামারি করছে'।

যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Nov 2024,
  • अपडेटेड 2:11 PM IST
  • ,'এক হ্যায় তো সেফ হ্যায়'।  
  • মহারাষ্ট্রের প্রচারে মোদীর স্লোগান।

একদিকে জাতপাতের সমীকরণ, অন্যদিকে হিন্দুত্বের রাজনীতি! মহারাষ্ট্রের ভোটে যোগী আদিত্যনাথ, শুভেন্দু অধিকারীরা যে স্লোগান দিচ্ছেন, সেটাই শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। বললেন,'এক হ্যায় তো সেফ হ্যায়'।  

হরিয়ানায় নির্বাচনী প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন,'বটেঙ্গে তো কটেঙ্গে'। যার বাংলা- 'ভাগাভাগি করলে মারা যাবেন'।  মনে করিয়ে দিয়েছিলেন, বাংলাদেশের হিন্দুদের কথা। সেই স্লোগানই বাংলার উপনির্বাচনের প্রচারেও ব্যবহার করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই যোগী-শুভেন্দুদের কথাই মোদীর মুখে। মহারাষ্ট্রে তিনি বলেন,'এক হ্যায় তো সেফ হ্যায়'। যার অর্থ, একসঙ্গে থাকলেই নিরাপদে থাকবেন। 

যোগ করেন,'কংগ্রেস এক জাতকে অন্য জাতের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার বিপজ্জনক খেলা খেলছে। আর এই খেলাটা খেলা হচ্ছে কারণ কংগ্রেস কখনও দলিত, অনগ্রসর শ্রেণি এবং আদিবাসীদের এগিয়ে যেতে দেখতে পারে না। এটাই কংগ্রেসের ইতিহাস। স্বাধীনতার সময় বাবা সাহেব আম্বেদকর শোষিত এবং বঞ্চিতরা যাতে সংরক্ষণ পায় তা নিশ্চিত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু নেহেরুজি অনড় ছিলেন যে কোনও মূল্যেই দলিত, পিছিয়ে পড়া মানুষ এবং আদিবাসীদের সংরক্ষণ দেওয়া হবে না। অনেক কষ্টে বাবা সাহেব দলিত ও অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে সক্ষম হন। নেহেরুজির পর ইন্দিরাজি এসেছিলেন, তিনিও সংরক্ষণের বিরুদ্ধে একই মনোভাব বজায় রেখেছিলেন। তাঁর লক্ষ্যও ছিল এসসি, এসটি, ওবিসি যেন কোনও মূল্যে প্রতিনিধিত্ব না পায়'।

বিরোধী জোটকে নিশানা করে মহারাষ্ট্রে বিধানসভার ভোটের প্রচারে ধুলেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কটাক্ষ,'মহা বিকাশ আঘাড়ির না আছে, না আছে ব্রেক! চালকের আসনে বসতেও মারামারি করছে'। তিনি যোগ করেন,'আগামী ৫ বছর মহারাষ্ট্রের অগ্রগতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে গেলে সুশাসন দরকার। সেটা মহাযুতির সরকারই দিতে পারে'। সেই সঙ্গে জম্মু-কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ কোনওভাবে আর ফিরবে না বলেও স্পষ্ট করে দেন মোদী। বলেন,'কোনও শক্তিই জম্মু ও কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ ফিরিয়ে আনতে পারবে না'।

Advertisement

২০১৪ সালের নির্বাচনের কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী বলেন,'যখনই আমি মহারাষ্ট্রের কাছে কিছু চেয়েছি, আপনারা আশীর্বাদ দিয়েছেন। ২০১৪ সালের বিধানসভা নির্বাচনের সময় মহারাষ্ট্রে বিজেপি সরকার গঠনের জন্য অনুরোধ করেছিলাম। মহারাষ্ট্রে ১৫ বছরের দীর্ঘ রাজনৈতিক চক্রকে ভেঙে দিয়েছিলেন। বিজেপিকে অভূতপূর্ব জয় এনে দিয়েছিলেন'।

মহারাষ্ট্র বিধানসভার ২৮৮টি বিধানসভা আসনে ভোটগ্রহণ ২০ নভেম্বর। ২৩ নভেম্বর ভোট গণনা।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement