PM Narendra Modi Live: 'কাল থেকে GST সাশ্রয় উৎসব', জাতীয় উদ্দেশে ভাষণে বললেন PM MODI

Aajtak Bangla | কলকাতা | 21 Sep 2025, 5:30 PM IST

আজ, রবিবার বিকেল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর এক্স (X) এ বিষয়ে জানিয়েছে। তবে আজ তাঁর ভাষণের বিষয়বস্তু কী, তাই নিয়ে কোনও ইঙ্গিত মেলেনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ, রবিবার বিকেল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর এক্স (X) এ বিষয়ে জানিয়েছে। তবে আজ তাঁর ভাষণের বিষয়বস্তু কী, তাই নিয়ে কোনও ইঙ্গিত মেলেনি।

সামনেই উৎসবের মরসুম। আগামিকাল, সোমবার থেকে নতুন GST রেট লাগু হচ্ছে। তার আগের দিনই এই ভাষণকে কেন্দ্র করে কৌতূহল তুঙ্গে। নতুন জিএসটি রেটে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে বেশ কিছুটা বদল হবে। এহেন আবহে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষমের সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ।

অতীতের অভিজ্ঞতা বলছে, প্রধানমন্ত্রীর হঠাৎ জাতির উদ্দেশে ভাষণ মানেই বড় খবর। ২০১৬ সালে তিনি এইভাবেই টিভিতে এসে নোটবন্দির সিদ্ধান্ত জানিয়েছিলেন। ২০১৯ এ ঘোষণা করেছিলেন ভারতের অ্যান্টি স্যাটেলাইট মিসাইল পরীক্ষার সাফল্যের কথা। ২০২০ সালে করোনা অতিমারির সময়ে একাধিক বার দেশবাসীর উদ্দেশে লকডাউন ও ত্রাণ কর্মসূচি নিয়ে বার্তা দিয়েছিলেন। আবার ২০২১ সালে গুরু নানক জয়ন্তীতে হঠাতই বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেছিলেন।

ফলে আজকের ভাষণ নিয়েও তৈরি হয়েছে তীব্র জল্পনা। উৎসবের মরসুম, জিএসটি বদল, রাজনৈতিক প্রেক্ষাপট, সব কিছু মিলিয়ে নানা সম্ভাবনা ঘুরপাক খাচ্ছে। তবে সরকারিভাবে এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

5:23 PM (in 3 hours)

PM Modi Live: 'বিদেশের উপর নির্ভরশীল হলে চলবে না'

Posted by :- Soumick Majumdar

PM Modi Live: আয়কর ও জিএসটির কর ছাড় যদি ধরা যায় তাহলে দেশের মানুষ আড়াই লক্ষ কোটি টাকা বাঁচাতে পারবে। এটাও আত্মনির্ভরতার পক্ষে একটা বড় পদক্ষেপ। দেশকে স্বনির্ভর করার বড় দায়িত্ব রয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্পের উপরে। যে সব জিনিস দেশে বানাতে পারি, সেগুলো এখানেই তৈরি করতে হবে। বিদেশের উপর নির্ভরশীল হলে চলবে না। জিএসটির কর কমে যাওয়ায় ছোট ও মাঝারি ব্যবসায়ীরা উন্নতি করতে পারবে। তাদের বিক্রি বাড়বে। লাভ পাবে।

5:22 PM (in 3 hours)

মোদী ভাষণ লাইভ আপডেট: ৯৯ শতাংশ জিনিসই এখন ৫ শতাংশ করের আওতায়, জানালেন প্রধানমন্ত্রী

Posted by :- Soumick Majumdar

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, জিএসটি সংস্কারের পর এখন দেশের ৯৯ শতাংশ জিনিসপত্রই ৫ শতাংশ ট্যাক্স স্ল্যাবে পড়ছে।

5:22 PM (in 3 hours)

'দেশের মানুষ আড়াই লক্ষ কোটি টাকা বাঁচাতে পারবে'

Posted by :- Soumick Majumdar

আয়কর ও জিএসটির কর ছাড় যদি ধরা যায় তাহলে দেশের মানুষ আড়াই লক্ষ কোটি টাকা বাঁচাতে পারবে। এটাও আত্মনির্ভরতার পক্ষে একটা বড় পদক্ষেপ। দেশকে স্বনির্ভর করার বড় দায়িত্ব রয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্পের উপরে। যে সব জিনিস দেশে বানাতে পারি, সেগুলো এখানেই তৈরি করতে হবে। বিদেশের উপর নির্ভরশীল হলে চলবে না। জিএসটির কর কমে যাওয়ায় ছোট ও মাঝারি ব্যবসায়ীরা উন্নতি করতে পারবে। তাদের বিক্রি বাড়বে। লাভ পাবে।

5:21 PM (in 3 hours)

PM Modi Live: 'দৈনন্দিন জিনিসের উপর GST কমানো হয়েছে'

Posted by :- Soumick Majumdar

নয়া স্ল্যাবে দুধ, ব্রাশ, দাঁতের মাজনের মতো দৈনন্দিন জিনিসের উপর GST কমানো হয়েছে। এগুলোতে হয় ট্যাক্স দিতে হবে না বা ৫ শতাংশ দিতে হবে। এটা একটা বড় পদক্ষেপ।

5:20 PM (in 3 hours)

'দরিদ্র ও মধ্যবত্ত মানুষকে স্বস্তি'

Posted by :- Soumick Majumdar

নতুন স্ল্য়াবের জিএসটি দরিদ্র ও মধ্যবত্ত মানুষকে স্বস্তি দেবে। ভারত নতুনন দিশার পেয়েছে। ব্যবসা সহজ হবে। ব্যবসায়ীদের বিনিয়োগে আগ্রহ বাড়বে।

5:20 PM (in 3 hours)

PM Modi Live: 'জিএসটির সংস্কার দেশের মানুষকে উপকৃত করবে'

Posted by :- Soumick Majumdar

জিএসটির সংস্কার দেশের মানুষকে উপকৃত করবে। উৎসবের মরসুমে নতুন স্ল্যাবের জিএসটি শক্তি দেবে আম আদমিকে।

5:10 PM (in 2 hours)

PM Modi Live: 'আগামিকাল থেকে ‘জিএসটি সাশ্রয় উৎসব’ শুরু হচ্ছে, আপনার সঞ্চয় বাড়বে', বললেন প্রধানমন্ত্রী

Posted by :- Soumick Majumdar

'নবরাত্রির প্রথম দিন থেকে, দেশ আত্মনির্ভর ভারতের দিকে আরও এক বড় পদক্ষেপ নিতে চলেছে। আগামিকাল থেকে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নেক্সট জেনারেশনের জিএসটি নীতি লাগু হবে। 'জিএসটি বাঁচা উৎসব’ও শুরু হবে। এর ফলে আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে,' বললেন প্রধানমন্ত্রী মোদী।

5:05 PM (in 2 hours)

আগে ডজন ডজন ট্যাক্স ছিল, অনেক সমস্যা ছিল: GST নিয়ে বললেন PM Modi

Posted by :- Soumick Majumdar

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: আগে ডজন ডজন ট্যাক্স ছিল, এক শহর থেকে আরেক শহরে জিনিস যেতেও ট্যাক্স লাগত। কত সমস্যা ছিল।

5:04 PM (in 2 hours)

GST নিয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Posted by :- Soumick Majumdar

পূর্ব জল্পনাই সত্য়ি হল। এদিন বিকেল ৫টা থেকে GST রিফর্ম নিয়ে বক্তব্য রাখতে শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

4:53 PM (in 2 hours)

PM Modi Live: জিএসটি সংস্কার নিয়ে বলবেন?

Posted by :- Soumick Majumdar

 

আগামিকাল, সোমবার থেকে নতুন GST স্ল্যাব লাগু হচ্ছে। বেশ কয়েকটি প্রোডাক্টের উপর GST কমানো হয়েছে। অন্যদিকে তামাক, পান মশলা, চিনিযুক্ত পানীয়, বিলাসবহুল যানবাহন, ইয়ট এবং হেলিকপ্টারের মতো বিলাসবহুল এবং ক্ষতিকারক পণ্যের উপর ৪০% জিএসটি স্ল্যাব চাপানো হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, এদিন সেই বিষয়েই বলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

4:43 PM (in 2 hours)

PM Modi Live: প্রধানমন্ত্রী মোদী বিকেল ৫টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন

Posted by :- Soumick Majumdar

রবিবার বিকেল ৫টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।