দীপাবলিতে দেশবাসীকে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে অযোধ্যায় রাম মন্দিরের প্রসঙ্গও টানলেন। আজ দীপাবলি। দীপাবলি মানেই আলোর উৎসব। সেইসঙ্গে আজ কালীপুজো। অনেকেই এদিন লক্ষ্মী-গণেশের পুজোও করেন। উৎসবের দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, অযোধ্যায় রাম মন্দির তৈরির পর প্রথম দীপাবলি উপলক্ষেও বিশেষ বার্তা দিলেন মোদী।
কী বলেছেন প্রধানমন্ত্রী?
বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে মোদী লিখেছেন, 'সকলকে দীপাবলির শুভেচ্ছা। আলোর এই উৎসবে সকলের জীবনে আসুন সুখ, সৌভাগ্য, সমৃদ্ধি।'
অন্য দিকে, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পর প্রথমবার দীপাবলি উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে গতকাল প্রাক-দীপাবলির সন্ধ্যায় ২৫ লক্ষ প্রদীপ জ্বালানো হয়। একসঙ্গে ১১২১ জন আরতি করেন। এই দুই ক্ষেত্রে গিনেস রেকর্ড তৈরি হয়েছে।
রাম মন্দিরে প্রথম বার দীপাবলি উদযাপন উপলক্ষে মোদী লিখেছেন, 'বিশাল মন্দিরে ভগবান রামের সিংহাসনে বসার পর এটাই প্রথম দীপাবলি। অযোধ্যায় রামলালার মন্দিরের অপরূপ সৌন্দর্যে মোহিত সকলে। ৫০০ বছর পর অগণিত রামভক্তের ত্যাগ-তপস্যার পর এই পবিত্র মুহূর্ত এসেছে। এটা আমাদের কাছে পরম সৌভাগ্যের যে, আমরা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরেছি।'
অন্য দিকে, আজ কালীপুজোও। সকাল থেকেই বিভিন্ন কালী মন্দিরে ভক্তদের ভিড় চোখে পড়ছে। কলকাতার দক্ষিণেশ্বর এবং কালীঘাট মন্দিরে সকাল থেকেই ভিড়। চলছে রীতি মেনে পুজো। বাংলার বীরভূমের তারাপীঠে আজ কালীরূপে মা তারাকে পুজো করা হবে। সেখানেও ভক্তিভরে পুজো চলছে। মা তারাকে নিবেদন করা হবে বিশেষ ভোগ। অসমে কামাখ্যা মন্দিরেও আজ সকাল থেকে ভিড়ের ছবি ধরা পড়েছে। পুজো দিতে ভিড় বাড়ছে ভক্তদের।