আমেরিকার আরও ২৫ শতাংশ শুল্ক চাপানোর পর কড়া পদক্ষেপ ভারতের। শুল্ক যুদ্ধের মধ্যে ট্রাম্পের উদ্দেশ্যে দেশের কৃষকদের পক্ষে বড় বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, কৃষকদের স্বার্থ রক্ষা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত কখনই কৃষক, মৎস্যজীবী এবং ডেয়ারি শিল্পের স্বার্থের সঙ্গে আপস করবে না। সাফ জানান, "আমি জানি এর জন্য বড় মূল্য চোকাতে হবে। আমি এর জন্য প্রস্তুত। ভারত এর জন্য প্রস্তুত...।"
নয়াদিল্লিতে এম.এস. স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে ভাষণে মোদী এই বার্তা দেন। সরকার কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষিকাজে ব্যয় কমাতে নিরন্তর কাজ করে যাচ্ছে, বলে জানান।
দেশের কৃষি, দুগ্ধ ও মৎস্য শিল্পের পাশে থাকার বার্তা দিয়ে তিনি আরও বলেন, "দেশে সয়াবিন, সরষে এবং চিনাবাদামের উৎপাদন রেকর্ড মাত্রায় বৃদ্ধি পেয়েছে। কৃষকদের স্বার্থ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত তাদের কৃষক, পশুপালক এবং মৎস্যজীবী ভাই-বোনদের স্বার্থের সঙ্গে কখনও আপস করবে না। আমি জানি যে এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে বড় মূল্য দিতে হবে, তবে আমি এর জন্য প্রস্তুত। আজ, ভারত আমার দেশের কৃষকদের জন্য, দেশের জেলেদের জন্য, দেশের গবাদি পশুপালকদের জন্য প্রস্তুত।"
এও বলেন, "আমরা কৃষকদের আয় বৃদ্ধি, কৃষিকাজে ব্যয় কমানো, আয়ের নতুন উৎস তৈরির লক্ষ্যে ক্রমাগত কাজ করে যাচ্ছি। আমাদের সরকার কৃষকদের শক্তিকে দেশের অগ্রগতির ভিত্তি হিসেবে বিবেচনা করেছে।"
প্রসঙ্গত, বুধবার আবারও ভারতের উপর শুল্ক বোমা ফেলেছেন ট্রাম্প। অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের আদেশে স্বাক্ষর করেন তিনি। আমেরিকা জানায়, রাশিয়ার তেল কেনা ভারত বন্ধ না করায় এই সিদ্ধান্ত। ভারতের উপর মোট ৫০% শুল্ক আরোপ করা হয়। এর আগে ভারতের উপর ২৫% শুল্ক এবং জরিমানা ঘোষণা করেছিলেন ট্রাম্প।