Advertisement

Narendra Modi On Rss: 'বিশ্বের সবথেকে বড় NGO, দেশ গড়ার কাজ করে', লালকেল্লা থেকে RSS-এর প্রশংসা নমোর

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে রাষ্ট্রীয় স্বংয়সেবক সংঘের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। RSS-এর প্রশংসা করে নমো বলেন, বিশ্বের সবথেকে বড় NGO হল এই সংগঠন।

Narendra ModiNarendra Modi
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 15 Aug 2025,
  • अपडेटेड 9:47 AM IST
  • স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে রাষ্ট্রীয় স্বংয়সেবক সংঘের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • RSS-এর প্রশংসা করে নমো বলেন, বিশ্বের সবথেকে বড় NGO হল এই সংগঠন

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে রাষ্ট্রীয় স্বংয়সেবক সংঘের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। RSS-এর প্রশংসা করে নমো বলেন, বিশ্বের সবথেকে বড় NGO হল এই সংগঠন। চলতি বছরই RSS তাদের প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ করবে। তার আগে মোদীর এই বার্তা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

নরেন্দ্র মোদী তাঁর ভাষণে বলেন, 'RSS ১০০ বছর আগে তৈরি হয়েছিল। সর্বদা জাতি গঠনের কাজ তারা করে এসেছে। আরএসএস ভারতের সেবায় নিবেদিতপ্রাণ। এটি বিশ্বের বৃহত্তম বেসরকারি সংস্থা। আরএসএসের ইতিহাস নিয়ে আমি গর্বিত।' 

এবছর 'সংঘ যাত্রার ১০০ বছর - নতুন দিগন্ত' শিরোনামে একটি অনুষ্ঠানও হওয়ার কথা রয়েছে। দিল্লির বিজ্ঞান ভবনে সেই অনুষ্ঠান হতে পারে। সেখানে উপস্থিত থাকতে পারেন সংঘ চালক মোহন ভাগবত। 

আরও পড়ুন

এই অনুষ্ঠানে ভাগবত সমাজের বিভিন্ন অংশের সঙ্গে মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর কথা। শুধু দিল্লি নয় গোটা দেশের বড় বড় শহরে এই অনুষ্ঠান হতে পারে। আরএসএস-এর আদর্শকে দেশের মানুষের সামনে তুলে ধরা হবে এই সব অনুষ্ঠানের লক্ষ্য। 


বাংলা ভাষার প্রশংসা নমোর 

এদিনের ভাষণ থেকে বাংলা ভাষার প্রশংসা করেন মোদী। তিনি বলেন, 'বৈচিত্র্যই আমাদের সংস্কৃতি, আমাদের দেশের শক্তি। আমাদের গৌরব। ভাষার বৈচিত্র্যও রয়েছে আমাদের দেশে। এর মধ্যে মারাঠি, অহমিয়া, বাংলা, পালি, প্রাকৃতকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। এই ভাষাই আমাদের জ্ঞানের উৎস। সমস্ত ভাষা নিয়ে ভারতবাসীদের গর্বিত হওয়া উচিত।' 

জিএসটি নিয়েও বড় ঘোষণা করেন নমো। তিনি জানান, সরকার শীঘ্রই নেক্সট জেনারেশন জিএসটি সংস্কার আনবে। তাতে সাধারণ মানুষের উপর করের বোঝা কমাবে। এটা হবে দীপাবলির উপহার। নতুন জিএসটি সংস্কার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উপর করের পরিমাণ কমাবে।' 

Read more!
Advertisement
Advertisement