Advertisement

Narendra Modi On Operation Sindoor:'অপারেশন সিঁদুর' নিয়ে কী বললেন মোদী? বৃহস্পতিতে সর্বদলীয় বৈঠকের ডাক

সেনাবাহিনীকে আগেই দিয়েছিলেন ফ্রি হ্যান্ড। আর সেই মতো অ্যাকশনও নিয়েছে ভারতীয় সেনা। স্থল, নৌ এবং বায়ুসেনার যৌথ অপারেশনে ধ্বংস পাক মদতপুষ্ট ৯ জঙ্গি ঘাঁটি। ইতিমধ্যেই সেনাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতিকেও ব্যাখ্যা করেছেন গোটা অপারেশন সম্পর্কে। ডাকা হয়েছে সর্বদলীয় বৈঠক।

Narendra Modi On Operation SindoorNarendra Modi On Operation Sindoor
Aajtak Bangla
  • Kolkata,
  • 07 May 2025,
  • अपडेटेड 1:48 PM IST
  • সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দেওয়ার পরই অ্যাকশন
  • সেনাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী
  • ডাকা হয়েছে সর্বদলীয় বৈঠক

'অপারেশন সিঁদুর' নিয়ে প্রথম প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, বুধবার দুপুরে ক্যাবিনেট বৈঠকে মন্ত্রীদের তিনি বলেন, 'এটা গোটা দেশের কাছে অত্যন্ত গর্বের মুহূর্ত।' আগেই ভারতের সেনাবাহিনীকে ‘ফ্রি-হ্যান্ড’ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই মতো মঙ্গলবার রাতেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অভিযান চালায় ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর' অভিযানে একেবারে নিখুঁত লক্ষ্যে হামলা চলেছে। জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার ঘাঁটিতে নিখুঁত আক্রমণ চালিয়ে তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর। ভারতীয় সেনার এই অভিযান এবং সাফল্যে ঘুম উড়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের। থরহরিকম্প পাকিস্তান।

বুধবার দুপুরে ক্যাবিনেট বৈঠক সেরে রাষ্ট্রপতি ভবনে পৌঁছন মোদী। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 'অপারেশন সিঁদুর' সম্পর্কিত বিস্তারিত ব্যাখ্যা দেন তাঁকে। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকও ডাকা হয়েছে সরকারের পক্ষ থেকে।  

সেনাকে অভিবাদন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরাও। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু  করে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী সোশ্যাল মিডিয়াতে ভারতের এই সাফল্যের জন্য সেনাকে অভিনন্দন জানান। বিরোধী দলের নেতারাও ‘জয় হিন্দ’ লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, অশ্বিনী বৈষ্ণব, পীযূষ গোয়েল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ অন্যান্যরা। ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেন রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও।  

জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই অপারেশনের নামকরণ করেছেন। পাকিস্তানের উপর বদলা নেওয়ার জন্য ভারতীয় সেনার এই অপারেশনের এ হেন নামকরণ করার পিছনে তাৎপর্য রয়েছে। গত ২২ এপ্রিল পহেলগাঁওতে নৃশংস জঙ্গি হামলায় একাধিক মহিলা বিধবা হয়েছেন। হিন্দু পরিচয় জিজ্ঞাসা করে একাধিক ব্যক্তিকে গুলি করা হয়েছে বলে দাবি করেছিলেন প্রত্যক্ষদর্শী প্রিয়জনেরা। অনেকে জানিয়েছিলেন, মাথায় সিঁদুর দেখলেই গুলি চালাচ্ছিল জঙ্গিরা। মাথার সিঁদুর মুছে দেওয়ার জবাব দিল ভারত। আর তাই ভারতীয় সেনার এই অপারেশনের নাম 'সিঁদুর' রেখেছেন প্রধানমন্ত্রী। হিন্দু সধবা মহিলাদের মাথার সিঁদুর এখানে 'শোক', 'স্মৃতি' এবং 'সংকল্প'-এর প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। পাকিস্তানকে  ‘উপযুক্ত শিক্ষা’ দেওয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতো পাকিস্তানের উপর 'অপারেশন সিঁদুর' চালিয়ে পহেলগাঁও হামলার যোগ্য জবাব দিল ভারতীয় সেনা। 

Advertisement

 

 

Read more!
Advertisement
Advertisement