Advertisement

Jagdeep Dhankhar Resignation: জগদীপ ধনখড়ের ইস্তফা মঞ্জুর, মোদী কী বললেন?

সোমবার সন্ধ্যায় উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়। মঙ্গলবার দুপুরেই গৃহীত হল তাঁর পদত্যাগপত্র। তাঁর উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 22 Jul 2025,
  • अपडेटेड 12:42 PM IST
  • উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়
  • মঙ্গলবার দুপুরে গৃহীত হল তাঁর ইস্তফা
  • কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী

নানা জল্পনা এবং চর্চার মধ্যেই মঙ্গলবার দুপুরে উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়ের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। 

এক্স হ্যান্ডল পোস্টে নরেন্দ্র মোদী লেখেন, 'জগদীপ ধনখড়জি দেশের সেবা করার একাধিক সুযোগ পেয়েছেন। তিনি দেশের উপরাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব সামলেছেন। তাঁর সুস্থতা কামনা করছি।'

উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড়ের আচমকা ইস্তফা নাড়িয়ে দিয়েছে গোটা দেশের রাজনৈতিক মহলকে। স্বাস্থ্যে অবনতির কথা জানিয়ে ২১ জুলাই সন্ধ্যায় পদত্যাগ করেন তিনি। সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনের এই ঘটনায় হতবাক বিরোধী দলগুলিও। সত্যিই কি ধনখড়ের এই পদক্ষেপের নেপথ্যে স্বাস্থ্যের অবনতি না অন্য কোনও রহস্য রয়েছে, এই নিয়ে জল্পনা এখন তুঙ্গে। প্রশ্ন উঠছে ইস্তফার সময় নিয়েও। আচমকা ইস্তফার বিষয়টি খটকা তৈরি করেছে সকলের মনেই। 

তবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কার্যালয়ে নানাপ্রকার গতিবিধি ধোঁয়াশা তৈরি করেছে। সূত্রের খবর, নাম প্রকাশে অনিচ্ছুক এক BJP সাংসদ বলেন, 'সাদা কাগজে সই করানো হয়েছিল।' যদিও খোলসা করে কিছুই এ প্রসঙ্গে বলতে চাননি।কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, তিনি জগদীপ ধনখড়ের সঙ্গে সোমবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে ফোনে কথা বলেন। সে সময়ে ধনখড় নিজের পরিবারের সঙ্গে ছিলেন এবং জানান মঙ্গলবার কথা বলবেন। তার আগে বিকেল ৫টা নাগাদ জয়রাম রমেশ, প্রমোদ তিওয়ারি এবং অখিলেশ প্রসাদ সিং ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সব কিছু ঠিকঠাকই মনে হয়েছিল জয়রাম রমেশের। বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠক নিয়েও আলোচনা হয় তাঁদের। 

জানা গিয়েছে, বিজনেস অ্যাডভাইজরি কমিটির প্রথম বৈঠক ছিল সোমবার দুপুর ১২.৩০ মিনিটে। যেখনে অনেক দলের অনেক সাংসদরাই উপস্থিত ছিলেন। যোগ দিয়েছিলেন জেপি নাড্ডা এবং কিরেণ রিজিজুও। বৈঠকে সিদ্ধান্ত হয়, আরও বেশ কিছু আলোচনার জন্য সেটি ফের বিকেল ৪.৩০ মিনিটে ডাকা হবে। তবে বিকেলের মিটিংয়ে দেখা যায়নি ওই দুই ক্যাবিনেট মন্ত্রীকে। তাঁদের বদলে কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান সরকারের প্রতিনিধিত্ব করেন। 

Advertisement

মুরুগান পরের দিন এই বৈঠক ফের ডাকার জন্য আর্জি রেখেছিলেন জগদীপ ধনখড়ের কাছে। ফলে সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার দু'বার বৈঠক হলেও বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠক ছিল নিষ্ফলা। 

 

Read more!
Advertisement
Advertisement