ঘর ঘর তিরঙ্গার মতো এবার 'হর ঘর স্বদেশি, ঘর ঘর স্বদেশি' কর্মসূচীর ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সমস্ত ছোট-বড় ব্যবসায়ীদের দোকানের বাইরে 'স্বদেশি বোর্ড' লাগানোর পরামর্শ দেন মোদী। দেশকে 'আত্মনির্ভর ভারত' তৈরি করতে মা-বোনদের আশীর্বাদ চান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, '১৫ অগাস্ট ঘর ঘর তিরঙ্গা, হর ঘর তিরঙ্গার কথআ বলেছিলাম। এবার সময় এসেছে হর ঘর স্বদেশি, ঘর ঘর স্বদেশি মন্ত্রের। এর জন্য দেশের মা-বোনেদের আশীর্বাদ চাই। আমি সমস্ত ব্যবসায়ীদের বলব আপনারা স্বদেশির বোর্ড লাগান। গর্ব করে বলুন আপনারা স্বদেশি। গর্ব করে বলুন আমরা স্বদেশি। আত্মনির্ভর ভারত তৈরিতে আমরা এগোব। মা-বোনেদের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব নয়।"
কংগ্রেসের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের উদ্দেশ্যে করা অশোভন ভাষা নিয়ে এই প্রথম মুখ খোলেন তিনি। কংগ্রেসকে কড়া জবাব দিয়ে বলেন, 'ভারত মাকে যিনি গালিগালাজ করেন, তার জন্য মোদীর মা তো তুচ্ছ ব্যাপার।'
প্রসঙ্গত, সম্প্রতি বিহারের দারভাঙ্গায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভোটার অধিকার যাত্রা’-র মঞ্চ থেকে প্রধানমন্ত্রী এবং তাঁর মায়ের বিরুদ্ধে অশোভন ভাষা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এরই জবাব দেন মোদী। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে দেখা যায় কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সমর্থকরা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদী এবং তাঁর মায়ের বিরুদ্ধে অত্যন্ত অশ্লীল ভাষা ব্যবহার করছে। এই মঞ্চে রাহুল গান্ধী, তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী এবং আরজেডি নেতা তেজস্বী যাদবের পোস্টার ছিল। যদিও ঘটনার সময় এই নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন না। তবুও বিজেপি এই ঘটনার জন্য কংগ্রেস এবং আরজেডিকে দায়ী করেছে।