Advertisement

PM Modi On Nitin Nabin : 'আমারও বস নীতিন নবীন', নয়া সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে মোদী বললেন, 'আমি একজন কর্মী'

ভারতীয় জনতা পার্টির মতো রেজিমেন্টেড দলে সভাপতিই শেষ কথা। তিনিই দলের সর্বেসর্বা। মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মঙ্গলবার জেপি নাড্ডার স্থলাভিষিক্ত হন নীতিন নবীন। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নমো নিজেই।

নীতিন নবীনের সঙ্গে পিএম মোদী নীতিন নবীনের সঙ্গে পিএম মোদী
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 20 Jan 2026,
  • अपडेटेड 2:45 PM IST
  • ভারতীয় জনতা পার্টির মতো রেজিমেন্টেড দলে সভাপতিই শেষ কথা
  • মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভারতীয় জনতা পার্টির মতো রেজিমেন্টেড দলে সভাপতিই শেষ কথা। তিনিই দলের সর্বেসর্বা। মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মঙ্গলবার জেপি নাড্ডার স্থলাভিষিক্ত হন নীতিন নবীন। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নমো নিজেই। সেখানেই তিনি জানান, তাঁকেও নীতিন নবীনের নির্দেশ মতোই কাজ করতে হবে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'দলের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবেন নীতিন নবীন। সেজন্য তিনি আমারও বস। আমি একজন কর্মী।' 

নীতিন নবীন মাত্র ৪৫ বছর বয়সে বিজেপির সভাপতি পদে দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবারই পরিষ্কার হয়ে যায়, তিনিই পরবর্তী সর্বভারতীয় সভাপতি। মঙ্গলবার শপথ নেন তিনি। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপি যে নতুন প্রজন্মকে দলে জায়গা করে দিতে চাইছে সেটা পরিষ্কার হয়ে গেল এই নীতিন নবীনের দায়িত্ব প্রাপ্তির মাধ্যমেই। মোদীও তাঁর বক্তব্যে সেই ইঙ্গিত দেন। 

নমো বলেন, 'আজকের তরুণদের ভাষায় বলতে গেলে, নীতিনজি নিজেই মিলেনিয়াল। তিনি এমন এক প্রজন্মের মানুষ যিনি অর্থনৈতিক, সামাজিক এবং প্রযুক্তিগত বিশাল পরিবর্তন দেখেছেন। তিনি শৈশবে রেডিও শুনে বড় হয়েছেন। অথচ এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারেন। আমরা আশা করি, তাঁর অভিজ্ঞতা দলের কাজে লাগবে।' 

তবে মোদী দলের নয়া কেন্দ্রীয় সভাপতিকে মনে করিয়ে দেন, তাঁর কাজ শুধু দল পরিচালনা করা নয়। বরং এনডিএ-র সঙ্গে বোঝাপড়া করাও তাঁরই কাজ। তাঁর কথায়, 'বিজেপি একটি সংস্কৃতি। একটি পরিবার। বিজেপি একটি এতিহ্য। যা প্রক্রিয়া দ্বারা পরিচালিত হয়, পদ দ্বারা নয়। আমাদের দলের সভাপতির পরিবর্তন হয় কিন্তু আদর্শ নয়। সেজন্য দেশের বিভিন্ন প্রান্তে আজ বিজেপির ডালপালা বিস্তারিত। এই দল শিকড়ের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে জানে।' 

এদিকে শপথ নেওয়ার পর বিজেপির শীর্ষস্থানীয় সব নেতা ও কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানান। বলেন, 'আমার মতো একজন সাধারণ কর্মীকে সর্বোচ্চ পদে বসানোর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা এমন একটা দলের সদস্য যেখানে রাজনীতি কেবল একটা ক্ষমতা নয়, আধ্যাত্মিক অনুশীলন। বিলাসিতা নয়, তপস্যা। কোনও পদ নয়, একটা দায়িত্ব।' 

Advertisement
Read more!
Advertisement
Advertisement