ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিয়ে জানতে শনিবার মায়ানমারের সামরিক নেতৃত্বাধীন সরকারের প্রধান মিন অং হ্লাইং-এর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভূমিকম্পের ফলে হওয়া ধ্বংসযজ্ঞ মোকাবিলায় ভারত সবরকম সাহায্য করবে বলে জানিয়েছে মোদী। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন,'মায়ানমারের সিনিয়র জেনারেল এইচ.ই. মিন অং হ্লাইং-র সঙ্গে কথা বলেছি। ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির জন্য আমাদের গভীর সমবেদনা জানিয়েছি। ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী হিসেবে ভারত এই কঠিন সময়ে মায়ানমারের জনগণের পাশে রয়েছে। অপারেশন ব্রহ্মার অংশ হিসেবে ত্রাণ সামগ্রী, অনুসন্ধান ও উদ্ধার দলগুলিকে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হচ্ছে।'
মায়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। একের পর বহুতলের ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। একটি মার্কিন সংস্থা জানিয়েছে যে মৃতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে। বহু মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত থাইল্যান্ডের ব্যাংককও এর প্রভাব অনুভব করেছিল, যার ফলে সেখানেও বেশ কয়েকটি বহুতল ও সেতু ভেঙে পড়ে। ভারতের গোটা উত্তর পূর্ব ভারতও কেঁপেছে। কম্পন অনুভূত হয়েছে পশ্চিমবঙ্গ, দিল্লি এনসিআর, বাংলাদেশেও। চিনেও তীব্র কম্পন অনুভূত হয়েছে।
ভারত একটি IAF C 130 J বিমানে সৌরশক্তি চালিত ল্যাম্প, খাবারের প্যাকেট এবং রান্নার সামগ্রী সহ ১৫ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একে 'অপারেশন ব্রহ্মা' বলে অভিহিত করেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিশাল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারের জনগণকে সহায়তা করার জন্য ভারত প্রথম দেশ হিসেবে এগিয়ে এসেছে।