Advertisement

PM Narendra Modi: 'যুবরাজ', 'নন-স্টার্টার', সংসদে রাহুলকে যেভাবে বিঁধলেন মোদী

রাহুল গান্ধীকে ফের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাজ্যসভায় রাষ্ট্রপতির জবাবি ভাষণে রাহুলকে কটাক্ষের সুরে মোদী বললেন, 'যুবরাজকে স্টার্টআপ হিসাবে তুলে ধরা হয়েছিল। কিন্তু নন-স্টার্টার হয়ে গেলেন।'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী (বাঁ দিক থেকে)।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 07 Feb 2024,
  • अपडेटेड 3:59 PM IST
  • রাহুল গান্ধীকে ফের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • রাহুলকে যুবরাজ বলে কটাক্ষ মোদীর।
  • রাজ্যসভায় বুধবার ভাষণ দেন মোদী।

রাহুল গান্ধীকে ফের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাজ্যসভায় রাষ্ট্রপতির জবাবি ভাষণে রাহুলকে কটাক্ষের সুরে মোদী বললেন, 'যুবরাজকে স্টার্টআপ হিসাবে তুলে ধরা হয়েছিল। কিন্তু নন-স্টার্টার হয়ে গেলেন।'

এর আগে, সোমবার লোকসভার ভাষণেও রাহুলকে নিশানা করেছিলেন মোদী। বলেছিলেন, 'একই প্রোডাক্ট বার বার লঞ্চ করার চক্করে কংগ্রেসের দোকান বন্ধ হওয়ার পথে।' সোমবারের পর বুধবার রাজ্যসভায় ফের যে ভাবে রাহুলকে আক্রমণ করলেন মোদী, তা এই পর্বে নতুন মাত্রা যোগ করল। 

এই মুহূর্তে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' কর্মসূচি করছেন রাহুল। লোকসভা নির্বাচনের আগে রাহুলের এই কর্মসূচি উল্লেখযোগ্য। এই আবহে রাহুলকে মোদীর আক্রমণ রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। 

অন্য দিকে, এদিন কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রসঙ্গ টানলেন প্রধানমন্ত্রী। মমতার সুরেই এ বার প্রধানমন্ত্রীও বললেন, 'লোকসভা নির্বাচনে ৪০টি আসনও পার করতে পারবে না কংগ্রেস।'প্রসঙ্গত, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, 'কংগ্রেস ৪০টি আসন পাবেন কিনা সন্দেহ।' এ বার মোদীর গলাতেও একই কথা শোনা গেল। কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে বুধবার প্রধানমন্ত্রী বলেছেন, 'পশ্চিমবঙ্গে আপনাদের সামনে চ্যালেঞ্জ রয়েছে। কংগ্রেস ৪০টি আসনও পার করতে পারবে না। এটাই প্রার্থনা করি যে, কংগ্রেস যেন ৪০টা আসন অন্তত পায়।'

বিজেপির ৪০০ আসন নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মন্তব্য নিয়েও এদিন কটাক্ষ করেছেন মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, 'খাড়গেজিকে আমার কৃতজ্ঞতা। ওই দিন মন দিয়ে খাড়গেজির কথা শুনেছিলাম। ওঁর কথায় বিনোদন ছিল। লোকসভায় যে বিনোদনের অভাব বোধ করেছিলাম, তা পূরণ হয়েছে। ওঁর আশীর্বাদেই আমরা ৪০০ আসন পার করব।'
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement