PM Narendra Modi Nomination: এবার লক্ষ্য তৃতীয়বার ক্ষমতায় ফেরা। যার নির্যাস, আজ অর্থাত্ মঙ্গলবার বারাণসী লোকসভা কেন্দ্রে (Varanasi Lok Sabha constituency) মনোনয়ন জমা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মনোনয়ন জমার আগে মোদী বললেন, 'আমার সঙ্গে কাশীর সম্পর্ক অবিচ্ছেদ্য ও অতুলনীয়।' রীতি মেনে ঠিক সকাল ১১টা ৪০ মিনিটে মনোনয়ন জমা দেবেন মোদী।
'আজ মা গঙ্গা আমায় দত্তক নিয়ে নিলেন'
এদিন X হ্যান্ডেলে গঙ্গার সঙ্গে তাঁর দীর্ঘ দিনের সম্পর্কের কথা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। একটি ভিডিও পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে, পুজো সারলেন প্রধানমন্ত্রী। বললেন, '২০১৪ সালে যখন কাশী গিয়েছিলাম, আমার মনে হয়েছিল, যেন মা গঙ্গা আমায় আমন্ত্রণ জানিয়েছেন এই শহরে। আজ, ১০ বছর পর, আমি বলতে পারি, আজ মা গঙ্গা আমায় দত্তক নিয়ে নিলেন।' ভিডিও-বার্তায় আবেগপ্রবণ হয়ে পড়েন মোদী। বলেন, '১০ বছর কেটে গিয়েছে। আমার সঙ্গে কাশীর যোগাযোগ আরও মজবুত হয়েছে। আমি এখন বলতে পারি, আমার কাশী।'
২০১৪ সালে প্রধানমন্ত্রী বারাণসী থেকে প্রথমবার লোকসভা নির্বাচনে লড়েন
আজ প্রধানমন্ত্রী সকালে কাশীর অসি ঘাটে যান। গঙ্গা পুজো করলেন। তারপর সকাল ১০টা নাগাদ যাচ্ছেন কাশীর দ্বাররক্ষক ভৈরব মন্দিরে। এছাড়া এদিনই কাশী বিশ্বনাথ মন্দির এবং সঙ্কটমোচনের দর্শনও করছেন তিনি। সোমবার বারাণসীতে রোড শো করেন প্রধানমন্ত্রী মোদী।
২০১৪ সালে প্রধানমন্ত্রী বারাণসী থেকে প্রথমবার লোকসভা নির্বাচনে লড়েন। ২০১৪ এবং ২০১৯ সালেও মনোনয়নের আগে প্রধানমন্ত্রী মোদী কালভৈরবকে প্রণাম করেই মনোনয়ন পেশ করেছিলেন।
মোদীর মনোনয়ন পেশকে চোখ ধাঁধানো ‘ইভেন্ট’-এ পরিণত করতে কোনও খামতি রাখছে না বিজেপি।