Advertisement

Mumbai: ঝাঁ চকচকে আন্তর্জাতিক ক্রুজ টার্মিনাল মুম্বইয়ে, আজই উদ্বোধন; দেখুন ফার্স্ট লুক

মুম্বইয়ের ব্যালার্ড পিয়ারে অত্যাধুনিক মুম্বই আন্তর্জাতিক ক্রুজ টার্মিনাল (MICT) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরের মতো ঝাঁ চকচকে ক্রুজ টার্মিনাল তৈরি হয়েছে মুম্বইয়ে। "ক্রুজ ইন্ডিয়া মিশন" এর অধীনে তৈরি এই টার্মিনালে। এই টার্মিনাল ভারতের সামুদ্রিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে।

ভারতের বৃহত্তম ক্রুজ টার্মিনাল (ছবি: ITG)ভারতের বৃহত্তম ক্রুজ টার্মিনাল (ছবি: ITG)
Aajtak Bangla
  • মুম্বই,
  • 20 Sep 2025,
  • अपडेटेड 1:50 PM IST

মুম্বইয়ের ব্যালার্ড পিয়ারে অত্যাধুনিক মুম্বই আন্তর্জাতিক ক্রুজ টার্মিনাল (MICT) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরের মতো ঝাঁ চকচকে ক্রুজ টার্মিনাল তৈরি হয়েছে মুম্বইয়ে। "ক্রুজ ইন্ডিয়া মিশন" এর অধীনে তৈরি এই টার্মিনালে। এই টার্মিনাল ভারতের সামুদ্রিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে। মুম্বইকে প্রধান ক্রুজ পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে। 

MICT: ভারতের বৃহত্তম ক্রুজ টার্মিনাল
৪১৫,০০০ বর্গফুটেরও বেশি আয়তনের এই টার্মিনালটি বছরে ১০ লক্ষ যাত্রী পরিচালনা করতে সক্ষম। একই সঙ্গে পাঁচটি ক্রুজ জাহাজের রাখা যেতে পারে। এখানে ৭২টি চেক-ইন এবং ইমিগ্রেশন কাউন্টার রয়েছে।

টার্মিনালের গুরুত্ব
কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, "মুম্বইয়ের একটি সমৃদ্ধ সামুদ্রিক ইতিহাস রয়েছে। এটি আমাদের সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ। উপকূলীয় কেন্দ্র হিসেবে, এটি দীর্ঘ সময় ধরে দেশের সেবা করে আসছে।" তিনি আরও বলেন, এই টার্মিনালটি বিশ্বব্যাপী ক্রুজ হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে।

ক্রুজ পর্যটন আরও বাড়বে
এই প্রকল্পগুলির লক্ষ্য হল সাংস্কৃতিক পর্যটনের প্রচার এবং এই অঞ্চলে পরিবেশগত স্থায়িত্ব জোরদার করা। MICT ভারতের ক্রুজ পর্যটন বাড়াবে। যা কেবল দেশের নয়, আন্তর্জাতিক পর্যটকদেরও আকর্ষণ করবে। দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে অবদান রাখবে।

Read more!
Advertisement
Advertisement