PM Modi Economy: রফতানিতে ২৫% শুল্ক আরোপের ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিরোধীদের দাবি, এতে ভারতের রফতানি ও সামগ্রিক অর্থনীতিতে প্রভাব পড়বে। তবে সেই সম্ভাবনা সম্পূর্ণ খারিজ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বারাণসীর জনসভা থেকে বললেন, 'ভারত নিজের অর্থনৈতিক স্বার্থরক্ষাকেই অগ্রাধিকার দেবে।' যদিও সরাসরি মার্কিন মুলুকের নাম নেননি প্রধানমন্ত্রী। তবে ওয়াকিবহাল মহলের মতে, 'অস্থির অর্থনৈতিক পরিস্থিতি' বলতে তিনি সম্ভবত এই বিষয়টিরই ইঙ্গিত দিয়েছেন।
উল্লেখ্য, এর আগে শুক্রবার একই বার্তা দিয়েছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। মার্কিন শুল্ক আরোপে ভারতের রফতানিতে বা অর্থনীতিতে নগণ্য প্রভাব পড়বে, মত কেন্দ্রের বিশেষজ্ঞদের।
শনিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সংসদীয় কেন্দ্র বারাণসীতে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন। মোট ২,১৮৩ কোটি টাকার উন্নয়নমূলক কাজের সূচনা করেন। এর মধ্যে রাস্তাঘাট, রেল ও আধুনিক চিকিৎসা পরিকাঠামোর মতো গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে।
'বিশ্বজুড়ে আজ এক অস্থির অর্থনৈতিক পরিস্থিতি'
প্রধানমন্ত্রী এদিন সেবাপুরি বিধানসভার বনৌলি (কালিকা ধাম) গ্রামের জনসভায় ভাষণ দেন। আর সেখানেই বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খোলেন। বলেন, 'বিশ্বজুড়ে আজ এক অস্থির অর্থনৈতিক পরিস্থিতি চলছে। এই সময়ে প্রতিটি দেশ নিজের স্বার্থ রক্ষায় মনোযোগী। ভারতও তার অর্থনৈতিক স্বার্থকে গুরুত্ব দিচ্ছে। আমরা চাই ভারত বিশ্বে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হোক। তাই এখনই শুধু ভারতীয়দের তৈরি পণ্য কেনার প্রতিজ্ঞা নেওয়ার সঠিক সময়।'
‘ভোকাল ফর লোকাল ’
প্রধানমন্ত্রী মোদী এদিন ফের একবার ‘ভোকাল ফর লোকাল’-এর ভাবনায় জোর দেন। বলেন, 'আমরা শুধু ভারতীয়দের তৈরি জিনিসই কিনব। দেশের মাটিতে তৈরি পণ্য গর্বের সঙ্গে ব্যবহার করতে হবে। এতে দেশের অর্থনীতি যেমন চাঙ্গা হবে, তেমনই কর্মসংস্থানও বাড়বে।'
তিনি আরও বলেন, 'যাঁরা সত্যিই দেশের মঙ্গল চান, রাজনৈতিক মতানৈক্য ভুলে তাঁদের স্বদেশী দ্রব্যের পক্ষে দাঁড়াতে হবে।'
কৃষকদের জন্য বড় ঘোষণা
এদিন বিভিন্ন প্রকল্পের পাশাপাশি PM Kisan-এর ২০তম কিস্তির ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সরাসরি দেশের ৯.৭০ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ২০,৫০০ কোটি টাকা পাঠানো হবে। কৃষকদের হাতে নগদ টাকা পৌঁছে দেওয়ার মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা করার বার্তা দেন মোদী।
নতুন প্রকল্পের ঘোষণা
প্রধানমন্ত্রী এদিন একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল,
বারাণসী-ভদোহি রোডের সম্প্রসারণ
নতুন রেলওয়ে ওভারব্রিজ
আধুনিক ক্যানসার হাসপাতালে রোবোটিক সার্জারি ইউনিট বসানো
এই প্রকল্পগুলি বারাণসী ও সংলগ্ন এলাকার পরিকাঠামোকে অনেকটাই উন্নত করবে, জানালেন মোদী।