প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার কর্নাটকের বেঙ্গালুরুতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবহন প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে তিনটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালুর চুক্তি, এবং নাম্মা মেট্রোর ইয়েলো লাইন উদ্বোধন। শহরের উন্নয়নমূলক কর্মসূচি প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি বেঙ্গালুরুকে নতুন ভারতের প্রতীক হিসেবে বর্ণনা করেন। এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি ও প্রতিরক্ষা শক্তি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন।
অপারেশন সিঁদুরে নতুন ভারতের দৃঢ়তা
প্রধানমন্ত্রী বলেন, 'অপারেশন সিঁদুর ভারতীয় সেনাবাহিনীর সাহস এবং প্রযুক্তিগত দক্ষতার উদাহরণ। মেক ইন ইন্ডিয়ার শক্তি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যেখানে বেঙ্গালুরু ও কর্নাটকের তরুণদের অবদান উল্লেখযোগ্য।' তিনি জানান, অপারেশনের মাধ্যমে ভারত সীমান্তের ওপারে সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস করেছে। পাকিস্তানকে কয়েক ঘণ্টার মধ্যে নতজানু করেছে এবং বিশ্বকে নতুন ভারতের ক্ষমতা দেখিয়েছে।
শীর্ষ তিন অর্থনীতির পথে ভারত
ভারতের অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে মোদী বলেন, 'আজ ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি। ১১ বছর আগে আমরা দশম স্থানে ছিলাম, আজ আমরা পঞ্চম এবং খুব শীঘ্রই তৃতীয় বৃহত্তম অর্থনীতি হব।' তিনি এ উন্নয়নের পেছনে সংস্কার, কর্মক্ষমতা এবং রূপান্তরের চেতনা, পাশাপাশি স্পষ্ট উদ্দেশ্য ও সৎ প্রচেষ্টাকে কৃতিত্ব দেন।
অবকাঠামোয় নজিরবিহীন অগ্রগতি
প্রধানমন্ত্রী পরিসংখ্যান তুলে ধরে জানান, ২০১৪ সালে মেট্রো রেল ছিল মাত্র ৫টি শহরে, আজ তা ২৪টি শহরে ছড়িয়ে পড়েছে, মোট দৈর্ঘ্য ১,০০০ কিমিরও বেশি। ২০১৪ সালের আগে ২০,০০০ কিমি রেলপথ বিদ্যুতায়িত হলেও, গত ১১ বছরে তা বেড়ে হয়েছে ৪০,০০০ কিমিরও বেশি। বিমানবন্দরের সংখ্যা ৭৪ থেকে বেড়ে ১৬০-এর বেশি হয়েছে। একইভাবে জাতীয় জলপথের সংখ্যা ৩ থেকে ৩০-এ পৌঁছেছে।