Advertisement

Pm Modi- Sunita Williams : সুনীতাকে চিঠি লিখলেন মোদী, বললেন, 'ভারতের মেয়ে'

ন'মাস পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছেন সুনীতা উইলিয়ামস ও  নভশ্চর বুচ উইলমোর। দুজনকেই অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, সুনীতা হাজার হাজার মাইল দূরে থাকলেও তিনি ভারতীয়দের হৃদয়ের কাছাকাছি রয়েছেন। 

Narendra Modi,Sunita WilliamsNarendra Modi,Sunita Williams
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 18 Mar 2025,
  • अपडेटेड 3:23 PM IST
  • পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছেন সুনীতা উইলিয়ামস ও  নভশ্চর বুচ উইলমোর
  • দুজনকেই অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ন'মাস পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছেন সুনীতা উইলিয়ামস ও  নভশ্চর বুচ উইলমোর। দুজনকেই অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, সুনীতা হাজার হাজার মাইল দূরে থাকলেও তিনি ভারতীয়দের হৃদয়ের কাছাকাছি রয়েছেন। 

পিএম মোদী নিজের চিঠিতে লিখেছেন, 'আমি ভারতবাসীদের তরফ থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ একটি অনুষ্ঠানে বিখ্যাত মহাকাশচারী মাইক ম্যাসিমিনোর সঙ্গে দেখা করেছি। আমাদের কথোপকথনের সময় আপনার প্রসঙ্গ উঠে আসে। আপনাকে নিয়ে ভারতবর্ষ কতটা গর্বিত তা বলে বোঝাতে পারব না। এই আলাপচারিতার পর আমি চিঠি লেখা থেকে নিজেকে বিরত করতে পারিনি। যখনই আমি আমেরিকার রাষ্ট্রপতিদের সঙ্গে দেখা করেছি, আপনাকে নিয়ে কথা হয়েছে। ১৪০ কোটি দেশবাসী আপনাকে নিয়ে সব সময় গর্ববোধ করে। আপনার কাজ আমাদের অনুপ্রেরণা দেয়।' 

সুনীতার সুস্বাস্থ্য কামনা করে প্রধানমন্ত্রী আরও লেখেন, 'আপনি হাজার হাজার মাইল দূরে থাকলেও আপনি আমাদের অন্তরের কাছাকাছি রয়েছেন। আপনার স্বাস্থ্য যেন ভালো থাকে সেজন্য দেশবাসী প্রার্থনা করছে। আপনার মা বনি পাণ্ড্য আপনার ফেরার অপেক্ষায় বসে রয়েছেন। দীপকভাইও হয়তো স্বর্গ থেকে আপনাকে আশীর্বাদ করছেন। আপনি ফিরে আসার পর দেখা করার ব্যাপারে উৎসাহী। ভারতকে গর্বিত করেছে যে সব মেয়েরা তাঁদের মধ্যে আপনি একজন।'

প্রসঙ্গত, গত বছরের জুন মাসে আটদিনের সফরে মহাকাশ গিয়েছিলেন সুনীতা ও বুচ। কিন্তু তাঁদের বাহনে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। সেজন্য তাঁদের ফেরা হয়নি। অবশেষে ৯ মাস পরে ইলন মাস্কের সংস্থার মহাকাশযানে পৃথিবীতে ফিরছেন তাঁরা। 

নাসা জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে সুনীতারা আমেরিকার ফ্লরিডার উপকূলে অবতরণ করবেন। ভারতীয় সময় বুধবার ভোর সাড়ে তিনটে। পৃথিবীর উদ্দেশে ইতিমধ্যেই রওনা দিয়েছে তাঁদের যান। নাসা তা সরাসরি সম্প্রচারও করবে। 
 

Read more!
Advertisement
Advertisement