Advertisement

Modi Putin Meeting: 'ভারত নিরপেক্ষ নয়...', ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনকে কী জানালেন মোদী?

বৈঠকে দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। উঠে আসে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও। পুতিনকে মোদী জানান, এটা হল শান্তির যুগ।

মোদী পুতিন বৈঠকমোদী পুতিন বৈঠক
Aajtak Bangla
  • দিল্লি,
  • 05 Dec 2025,
  • अपडेटेड 2:34 PM IST
  • নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন পুতিন।
  • বৈঠকে উঠে আসে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও।
  • মোদী জানান, ভারত নিরপেক্ষ নয়। ভারত এই বিষয়ে একটি পক্ষে অবস্থান করছে।

শুক্রবার হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে দুই দেশের  রাষ্ট্রপ্রধানের সঙ্গে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। উঠে আসে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও। পুতিনকে মোদী জানান, এটা হল শান্তির যুগ।

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে পুতিনকে প্রধানমন্ত্রী মোদী জানান, "ভারত নিরপেক্ষ নয়। ভারত এই বিষয়ে একটি পক্ষে অবস্থান করছে। আর সেটা হল শান্তির পক্ষ। আমরা শান্তির জন্য হওয়া সব কাজকে সমর্থন করি। শান্তির জন্য সব প্রচেষ্টার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই।"

'রাশিয়া ভারতের বিশ্বস্ত বন্ধু'

রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক বহু পুরনো। গত ১১ বছরে মোদী ও পুতিন মোট ১৯ বার সাক্ষাৎ করেছেন। খোদ পুতিন জানিয়েছেন, তাঁদের দু'জনের সম্পর্ক বাণিজ্যিক ছাড়াও, ব্যক্তিগত দিক থেকেও যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ। দুই নেতার এমন মনোভাবের কারণেই রাশিয়া ও ভারতের মধ্যে একটি শক্তিশালী পার্টনারশিপ গড়ে উঠেছে।

ইউক্রেন যুদ্ধের জন্য একঘরে পুতিন

চার বছর ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। এই যুদ্ধের জেরে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাশিয়া। ইউরোপের দেশগুলি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরই মধ্যে ভারত সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাশিয়াকে প্রকৃত বন্ধু বলে সম্বোধন

রাশিয়াকে প্রকৃত বন্ধু হিসেবে সম্বোধন করে মোদী বলেন, "ইউক্রেন সংকট শুরু হওয়ার পর থেকে আমরা টানা আলোচনায় করছি। একজন প্রকৃত বন্ধু হিসেবে আপনিও আমাদের সবকিছু সম্পর্কে জেনে রেখেছেন। আমি বিশ্বাস করি, বিশ্বাস একটি মহান শক্তি। শান্তির পথে জাতির কল্যাণ নিহিত থাকে। আমরা একসঙ্গে বিশ্বকে সেই পথে নিয়ে যাব।"

বৈঠকে প্রেসিডেন্ট পুতিনকে মোদী বলেন, আশা করি রাশিয়া ও ইউক্রেন শীঘ্রই শান্তির পথ খুঁজে পাবে। এরপরই ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দিলেন পুতিনও। পাশাপাশি ইউক্রেনে শান্তি উদ্যোগের প্রতি ভারতের পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement