ডোমিনিকার জেলে থাকা পিএনবি দুর্নীতিতে অভিযুক্ত মেহুল চোকসির প্রথম ছবি আজতক/ইন্ডিয়া টুডে-র হাতে এল। তার আইনজীবী দাবি করেছিলেন, তাঁর মক্কেলের সঙ্গে মারপিট করা হয়েছে। এবার আজতক-এর হাতে এল এক্সক্লিসিভ ছবি। হাতে রয়েছে চোট পেয়েছেন বলে দেখা যাচ্ছে।
আর কী রয়েছে সেই ছবিতে
ওই ছবিতে আরও দেখা যাচ্ছে, মেহুল চোকসি এক লোহার দরজার বাইরে দাঁড়িয়ে। বলা যেতে পারে সেটি একটি লক আপ রুমের মতো দেখতে অনেকটা। আরও একটি ছবি হাতে এসেছে। সেখানে চোট রয়েছে বলে দেখা যাচ্ছে। কব্জির কাছ কালো হয়ে রয়েছে।
তার আইনজীবী দাবি করেছিলেন, মেহুল চোকসিকে অ্যান্টিগুয়ায় অপহরণ করা হয়েছে। তারপর তাকে মারধর করা হয়েছে। এবং নিয়ে যাওয়া হয়েথছে ডোমিনিকায়। ভারতে তার আইনজীবী বিজয় আগরওয়াল দাবি করেছিলেন, মেহুল চোকসিকে মারধর করা হয়েছে।
এদিকে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) দুর্নীতি মামলায় ফেরার ছিল ব্যবসায়ী মেহুল চোকসি। হিরে ব্যবসায়ী অ্যান্টিগুয়া এবং বার্বুডা থেকে নিখোঁজ হয়ে যায়। পুলিস তার তদন্ত শুরু করছে।
সেখাকার স্থানীয় সংবাদমাধ্যম 'অ্যান্টিগুয়ানিউজ'এ একটি খব প্রকাশিত হয়েছে। সেখানে স্থানীয় পুলিশ কমিশনার এটলী রাডনের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, "ভারতীয় ব্যবসায়ী মেহুল চোকসির ঠিকানার খোঁজ চলছে।" যার নিখোঁজ হওয়ার 'গুজব' রয়ছে। সেটা ২০১৮ সালের ঘটনা।
তখন ভারত ছেড়ে পালিয়েছিল ওই ব্যবসায়ী। এমনই অভিযোগ। আর তারপর থেকে সে রয়েছে অ্যান্টিগুয়া এবং বার্বুডাতে।
অ্যান্টিগুয়ার পুলিশ পলাতক এবং অভিযুক্ত ব্যবসায়ী মেহুল চোকসির নিখোঁজ হওয়ার মামলা দায়ের করেছে। জানা গিয়েছে, তাকে শেষ বার জনসমক্ষে দেখা গিয়েছিল দিন দুয়েক আগে। রবিবার, ২৩ মে তাকে দেখা হিয়েছিল। বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ। তারপর আর তাকে দেখা যায়নি।
এরপর অ্যান্টিগুয়ার জনসন পাইন্ট থানায় একটা অভিযোগ দায়ের করা হয়। সে নিখোঁজ সে সংক্রান্ত একটা অভিযোগ করা হয়। পুলিশ স্থানীয় মানুষের কাছে আবেদন করেছে, তাকে কেউ যদি দেখতে পান বা তার কোনও তথ্য পান, তা যেন পুলিশের কাছে জানান।
মিলেছে গাড়ি, তবে নিখোঁজ চোকসি
স্থানীয় সংবাদমাধ্যমে তার ব্য়াপারে খবর প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, রবিবার তাকে দেখা গিয়েছিল। তখন সে গাড়ি চালাচ্ছিল। তবে তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ নেই। সে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ অ্যান্টিগুয়া এবং বার্বুডার নাগরিকত্ব নিয়েছে।
ওইদিন দ্বীপের দক্ষিণ অংশে তাকে গাড়ি চালাতে দেখা গিয়েছে। পরে তার গাড়ি মিলেছে। তবে তার কোনও হদিশ নেই। সংবাদ মাধ্যমে প্রকাশিত ওই রিপোর্টের ব্যাপারে তার আইনজীবীর কাছ থেকে জানতে চাওয়া হয়। তবে কোনও জবাব পাওয়া যায়নি।
চোকসি এবং নীরব মোদী রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পিএনবি থেকে ১৩,৫০০ কোটি টাকা তছনছের অভিযোগ রয়েছে। তার জামিনের আবেদন বার বার খারিজ হয়েছে। তারপর নীরব মোদী লন্ডনের সংশোধনাগারে রয়েছে। ভারতে যাতে না ফিরতে পারে, তার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
২০১৮ সালের জানুয়ারি প্রথম সপ্তাহে মেহুল চোকসি ভারত ছেড়ে পালায়। তার আগেই অ্যান্টিগুয়া এবং বার্বুডার নাগরিকত্ব নিয়েছিলেন। সেটা ২০১৭ সালের ঘটনা। তারপর দুর্নীতির অভিযোগের খবর আসে।