
পাকিস্তান সম্পর্কে পোল্যান্ডের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পোল্যান্ডের উপ প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী রাদোস্ল সিকোরস্কির সঙ্গে একটি বৈঠকের সময়ই এই বিষয়টা উত্থাপন করেন তিনি। সেখানে জয়শঙ্কর বলেন, 'পোল্যান্ডের উচিত সন্ত্রাসবাদের প্রশ্নে জিরো টলারেন্স নীতি নেওয়া।'
জয়শঙ্করের মতে, মাঝে মধ্যেই ইউক্রেনের যুদ্ধ থেকে শুরু করে রাশিয়ার থেকে তেল কেনার ইস্যুতে ভারতকে সামনে আনা হয়। আর এটা ঠিক নয়।
এই মিটিংয়ে বিদেশমন্ত্রী সরাসরি দাবি করেন, সন্ত্রাসবাদ নিয়ে কোনও পক্ষপাতিত্ব মানা হবে না। তিনি পোল্যান্ডের বিদেশমন্ত্রীর সামনেই বলেন, 'পোল্যান্ডের উচিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিতে। এমনকী পাকিস্তানের পাশে দাঁড়িয়ে যাতে পোল্যান্ড জঙ্গিহানায় উৎসাহ না দেয়, সেই বিষয়টাও সরাসরি বলেন বিদেশমন্ত্রী।'
পাকিস্তান নিয়ে কী বলেছেন?
জয়শঙ্করের কথা শুনে সুর বদলে যায় পোল্যান্ডের বিদেশমন্ত্রীর। তিনি পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে সুর চড়িয়ে বলেন, 'আমি জয়শঙ্করের কথার সঙ্গে সম্পূর্ণ সহমত।'
পাকিস্তান-পোল্যান্ড কী বলেছিল?
গত অক্টোবরে পোল্যান্ডের বিদেশমন্ত্রী গিয়েছিলেন পাকিস্তান। সেখানে যৌথ বিবৃতিতে কাশ্মীর প্রসঙ্গ উঠে আসে।
ওই দুই দেশ যুগ্ম ভাবে জানায়, 'ইউক্রেন যুদ্ধ সম্পর্কে পোল্যান্ডের অবস্থান জানান হয়েছে। আবার জম্মু ও কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থান জানা গিয়েছে। দুই তরফই রাষ্ট্র সঙ্ঘের চার্টার এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সমস্যার সমাধান চায়।'
তখন ভারতের পক্ষ থেকে এই বিবৃতির নিন্দা নিয়ে জানান হয়েছে। এমনকী জয়শঙ্করও এই নিয়ে কথা বলেন। তিনি তখন অভিযোগ করেন, বারবার ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে এক তরফাভাবে ভারতকে সামনে আনা হয়। এটা একবারেই ঠিক নয়। রাশিয়ার তেল তো অনেক দেশই কেনে। তাদের নিয়ে এত কথা হয় না। শুধু ভারত নিয়েই এতটা সমস্যা কেন!
আর সেই ট্রেন্ড মেনে এবার পোল্যান্ডের বিদেশমন্ত্রীর সামনেই পুরনো কথাটা তুললেন তিনি। তারপর বদলে গেল সুর। জয়শঙ্করের সামনেই পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে কথা বললেন পোল্যান্ডের বিদেশমন্ত্রী। আর এটাকেই ভারতের জয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।