সমাসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রচার। উত্তরপ্রদেশের মহারণের দিকেই নজর গোটা দেশের। দিল্লির তখতে পৌঁছতে গেলে গোবলয়ের এই রাজ্য় দিয়েই যেতে হয়। ২০২৪ সালে ক্ষমতায় আসতে গেলে যোগীর রাজ্যে মহারণ জিততেই হবে বিজেপিকে। উত্তরপ্রদেশের যুদ্ধক্ষেত্রে নিজেই ঝাঁপিয়ে পড়েছেন নরেন্দ্র মোদী। অন্যদিকে, বিজয় রথযাত্রা করে রাজ্য চষে ফেলছেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। চেষ্টার কসুর রাখছেন না রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীও।
নির্বাচনের উত্তাপের মাঝে আজতকের বিশেষ অনুষ্ঠান 'পলিটিক্যাল স্টক এক্সচেঞ্জ'-এ উঠে এসেছে বিবিধ পরিসংখ্যান। ২০১৪ পরবর্তী প্রতিটি নির্বাচনেই নরেন্দ্র মোদীই বিজেপির মুখ। মোদীর জনপ্রিয়তা কি উত্তরপ্রদেশে কাজে লাগবে? কী বলছে পরিসংখ্যান?
শত বিতর্ক থাকলেও ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতি বছর ধাপে ধাপে জনপ্রিয় হয়েছেন নরেন্দ্র মোদী। ২০১৪ সালে (জানুয়ারি) মোদীর জনপ্রিয়তা ছিল ৩৫ শতাংশ। ওই বছরের মে মাসে তা বেড়ে হয় ৩৬ শতাংশ। ২০১৯ সালে (জানুয়ারি) ৪৫ শতাংশ পৌঁছয় মোদীর জনপ্রিয়তা। আর ওই বছরের মে মাসে ৪৭ শতাংশ জনপ্রিয়তা পান মোদী।
দেশের সঙ্গে উত্তরপ্রদেশেও জনপ্রিয় হয়েছেন নরেন্দ্র মোদী। ২০১৪ সালে (জানুয়ারি) ৩৪ শতাংশ, ২০১৪ সালের মে মাসে ৪২ শতাংশ, ২০১৯ সালে (জানুয়ারি) ৪৭ শতাংশ এবং ২০১৯ সালের মে মাসে ৪৭ শতাংশ জনপ্রিয়তা পেয়েছেন। এবার দেখা যাবে আগামী নির্বাচনে মোদীর জনপ্রিয়তার হাওয়া কতটা কাজে লাগাতে পারে বিজেপি!
গত বিধানসভা ভোট অর্থাৎ ২০১৭ সালে যাঁরা বিজেপিকে ভোট দিয়েছিলেন তাঁদের মধ্যে ২৬ শতাংশই মোদীকে দেখে। বিজেপিকে ক্ষমতায় দেখতে ভোট দিয়েছিলেন ৪৯ শতাংশ জনতা। প্রার্থী দেখে ভোট পড়েছিল ৮ শতাংশ। ১০ শতাংশ ভোট অন্য কারণে পড়েছিল। লোকসভা ভোটে মোদীকে প্রধানমন্ত্রী দেখতে ভোট দিয়েছিলেন ভারতে ৩২ শতাংশ এবং উত্তরপ্রদেশের ২৬ শতাংশ জনতা।
মোদীর জনপ্রিয়তায় পুরুষ ভোটার
২০১৭ বিধানসভা ভোটে মোদীর নামে ৩০ শতাংশ পুরুষ ভোট দিয়েছেন। ২১ শতাংশ মহিলা ভোট গিয়েছে মোদীর নামে। মোদীকে দেখে ২৭ শতাংশ গরিব, ২৮ শতাংশ নিম্নবিত্ত, ২৮ শতাংশ মধ্যবিত্ত ও ১৭ শতাংশ ধনী ভোট দিয়েছিলেন পদ্ম ছাপে।
২০১৭ সালে শহরে ৩৩ শতাংশ ভোট
মোদীর নামে ২০১৭ সালে ৩৩ শতাংশ শহরের নাগরিক ভোট দিয়েছিলেন। গ্রামীণ এলাকায় ওই ভোট ছিল ২৪ শতাংশ। ২০১২ সালে মোদীযুগ শুরু হওয়ার আগে উত্তরপ্রদেশে বিজেপি পেয়েছিল মাত্র ৪৭টি আসন। সেখানে মোদীযুগে ২০১৭ সালে ৩১২টি আসন জিতে গেরুয়া ঝড় তুলেছিল বিজেপি।
এই রাজ্য়গুলিতে খাটেনি মোদীর জাদু
মোদীযুগে অনেক রাজ্যেই প্রধানমন্ত্রীর জাদু কাজ করেনি। রাজস্থান, হরিয়ানা, ছত্তিসগঢ়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গোয়ায় আসন কমেছে বিজেপির। যদিও বেশ কয়েকটি রাজ্যে বিজেপির ভোটের শতকার হার ও আসন বেড়েছে। কিন্তু সাফল্য আসেনি। তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ।