Advertisement

Prashant Kishor : বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় নাম প্রশান্ত কিশোরের, জোর বিতর্ক

বিতর্কে বিহারের জন সূরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। সূত্রের খবর, বিহার ও পশ্চিমবঙ্গ এই দুই রাজ্যের ভোটার তালিকাতেই তাঁর নাম রয়েছে। যদিও প্রশান্ত কিশোরের এই নিয়ে এখনও কোনও মন্তব্য সামনে আসেনি

Prashant KishorPrashant Kishor
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 28 Oct 2025,
  • अपडेटेड 3:43 PM IST
  • বিতর্কে বিহারের জন সূরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর
  • সূত্রের খবর, বিহার ও পশ্চিমবঙ্গ এই দুই রাজ্যের ভোটার তালিকাতেই তাঁর নাম রয়েছে

বিতর্কে বিহারের জন সূরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। সূত্রের খবর, বিহার ও পশ্চিমবঙ্গ এই দুই রাজ্যের ভোটার তালিকাতেই তাঁর নাম রয়েছে। যদিও প্রশান্ত কিশোরের এই নিয়ে এখনও কোনও মন্তব্য সামনে আসেনি। এদিকে এই খবর সামনে আসার পর বিহারের রাজনীতিতে পারদ চড়েছে। প্রশান্তকে আক্রমণ করেছেন তাঁর বিপক্ষে দলের রাজনীতিবিদরা। 

এদিকে এই নিয়ে প্রশান্ত কিশোরকে নোটিশ ধরিয়েছে নির্বাচন কমিশন। কেন দুই কেন্দ্রের ভোটার তালিকায় নাম রয়েছে, তার কারণ জানতে চাওয়া হয়েছে। 

এর আগে তৃণমূলের ভোটকুশলী ছিলেন প্রশান্ত কিশোর। সেই সময় পশ্চিমবঙ্গের ভবানীপুর কেন্দ্রে ভোটার তালিকায় তাঁর নাম ছিল বলে সূত্রের খবর। প্রতিবেদনে প্রকাশ, কিশোরের ঠিকানা ১২১ কালীঘাট রোড উল্লেখ করা হয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেসের অফিস রয়েছে। আবার এই ভবানীপুর হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র।        

বিজেপির দাবি, পিকে ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গে ভোটার হিসেবে নিবন্ধন করেছিলেন। 

অন্যদিকে, বিহারে প্রশান্ত কিশোরের ভোটার তালিকায় নাম রয়েছে সাসারাম সংসদীয় বিভাগের আওতাধীন কারগাহার বিধানসভা কেন্দ্রে। তাঁর ভোটকেন্দ্র কোনারের মধ্য বিদ্যালয়। কোনার প্রশান্তের পৈতৃক গ্রাম। 

এই নিয়ে প্রশান্ত কিশোরকে আক্রমণ করেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, 'জন সূরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর পশ্চিমবঙ্গ এবং বিহার দুই রাজ্যেরই ভোটার। যদি তাঁর দল বিহারে থাকত তাহলে বড় প্রভাব পড়ত। কিন্তু বাস্তব তা তো নয়। কারণ, জন সূরাজের কোনও গুরুত্ব নেই। আসলে রাহুল গান্ধীর সমস্ত সহযোগী ভোট চুরির সঙ্গে জড়িত। এই ভন্ডামি আশ্চর্যজনক।' 

পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে কিশোরের নাম

এদিকে প্রশান্তের ২ রাজ্যের ভোটার তালিকায় নাম থাকা নিয়ে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চাওয়া হয়েছে রিপোর্ট। কমিশন জানতে চেয়েছে, প্রশান্ত কিশোর কি নাম কাটার জন্য আবেদন করেছিলেন?

Advertisement

এবার বিহারের নির্বাচনে লড়াই করছে প্রশান্ত কিশোরের দল জন সূরাজ। ২৪৩ আসনে প্রার্থী দিয়েছেন তিনি। যদিও নিজে এই নির্বাচনে প্রার্থী হননি। 
 

Read more!
Advertisement
Advertisement