Advertisement

Prashant Kishore Wife: ইনি প্রশান্ত কিশোরের স্ত্রী, 'সংসারের জন্য ডাক্তারি ছেড়েছেন,' আলাপ করালেন

রাজনৈতিক পরামর্শদাতা থেকে সরাসরি রাজনীতিতে এসেছেন। এবার স্ত্রীকেও রাজনৈতিক মঞ্চে আনলেন প্রশান্ত কিশোর। পাটনার বাপু অডিটোরিয়ামে আয়োজিত 'জন সুরজ' নারী সংলাপ অনুষ্ঠানে স্ত্রী ডাঃ জাহ্নবী দাসের সঙ্গে মহিলাদের 'আলাপ' করিয়ে দিলেন তিনি।

prashant kishoreprashant kishore
Aajtak Bangla
  • পাটনা,
  • 26 Aug 2024,
  • अपडेटेड 2:43 PM IST

রাজনৈতিক পরামর্শদাতা থেকে সরাসরি রাজনীতির দিকে এগোচ্ছেন। এবার স্ত্রীকেও মঞ্চে আনলেন প্রশান্ত কিশোর।পাটনার বাপু অডিটোরিয়ামে আয়োজিত 'জন সুরজ' নারী সংলাপ অনুষ্ঠানে স্ত্রী ডাঃ জাহ্নবী দাসের সঙ্গে মহিলাদের 'আলাপ' করিয়ে দিলেন তিনি।

প্রশান্ত কিশোর বলেন, 'আমরা দুই বছর ধরে বাড়ি এবং পরিবার ছেড়ে পথে হেঁটে চলেছি। আর সেটা করতে পেরেছি তার কারণ আপনার মতো একজন মহিলা আমার স্ত্রী। তিনি একজন ডাক্তার এবং তাঁর পরিবারের দায়িত্ব নিতে তিনি ডাক্তারি ছেড়েছেন। তিনি বলেছেন যাও, বিহারে তুমি যেটা করতে চাও, সেটাই কর, পরিবারের দেখভাল আমি করব। আজ আমি আমার স্ত্রীকে সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে এনেছি।'  

স্ত্রীর প্রশংসা করে প্রশান্ত কিশোর বলেন, বাড়িতে ডাঃ জাহ্নবীর সাপোর্ট আছে বলেই তিনি রাজনীতিতে এতটা সময় দিতে পারছেন।  তিনি বলেন, 'জন সুরাজের বাকি পুরুষরাও স্ত্রী পাশে দাঁড়িয়েছেন বলেই কাজ করতে পারছেন। ফলে মহিলারা যখন আমাদের এতটা সাহায্য করেন, তখন তাঁদের শুধুমাত্র অধিকারটুকুই নয়, বরং তার চেয়ে আরও বেশি দেওয়াটা আমাদের কর্তব্য। আপনাদের সমর্থনের কারণেই পুরুষরা ভালো কাজ করতে সক্ষম হন।'

জাহ্নবী দাসের সম্পর্কে জেনে নিন

প্রশান্ত কিশোরের স্ত্রী জাহ্নবী দাস অসমের বাসিন্দা। পেশায় চিকিৎসক। রাষ্ট্রসঙ্ঘের স্বাস্থ্য কর্মসূচিতে একসঙ্গে কাজ করার সময় প্রশান্ত ও জাহ্নবীর দেখা হয়েছিল। সাক্ষাৎ গড়ায় বন্ধুত্ব এবং তারপর প্রেমে। পরে তাঁরা বিয়ে করেন। তাঁদের এক ছেলে। এখন যদিও আর ডাক্তারি করেন না জাহ্নবী। পরিবারকেই পুরো সময়টা দেন।

টিকিট পাবেন ৪০ জন মহিলা

জন সুরাজের প্রতিষ্ঠাতা, প্রশান্ত কিশোর বলেন, 'আগামী বছর বিহারের বিধানসভা নির্বাচনে, তাঁর দল অন্তত ৪০ জন মহিলাকে প্রার্থী করবে।' আপাতত সংগঠনের পর্যায়ে থাকলেও, 'জন সুরাজ' পরে একটি রাজনৈতিক দলে রূপান্তরিত করাই পরিকল্পনা প্রশান্ত কিশোরের। আগামী বছর বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সেই দল।

পাটনায় জন সুরাজের নারী সংলাপ অনুষ্ঠান।

'জন সুরাজ' দল ২৪৩টি বিধানসভা আসনে নির্বাচনে লড়বে

প্রশান্ত কিশোর বলেন, 'আমি আগেই বলেছি, ২০২৫ সালে বিহারে ২৪৩টি বিধানসভা আসনে নির্বাচনে লড়বে জন সুরজ। অন্তত ৪০টি বিধানসভা আসনে মহিলা প্রার্থী দেওয়া হবে। যদি ২০২৫ সালে বিহারে জন সুরাজ সরকার গঠিত হয়, তাহলে যে সমস্ত মহিলারা নিজেরা ব্যবসা করতে চান, তাঁদের খুব নামমাত্র সুদে আর্থিক সহায়তা দেবে সরকার।'

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement