Advertisement

President Horse Cart: যে ঘোড়াগাড়িতে রাষ্ট্রপতি এলেন, ওই 'বাগ্গি' পাকিস্তানকে টসে হারিয়ে পেয়েছিল ভারত? মজার ইতিহাস

ফের একবার সেই ঘোড়ায় টানা গাড়িতে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে যোগ দিতে এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই গাড়ির নেপথ্যে রয়েছে এক লম্বা ইতহাস। এই গাড়িও পাকিস্তানকে গোহারা হারিয়ে জিতে নিয়েছিল ভারত।

ঘোড়ার গাড়িতে রাষ্ট্রপতি ঘোড়ার গাড়িতে রাষ্ট্রপতি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 26 Jan 2026,
  • अपडेटेड 1:06 PM IST
  • ঘোড়ায় টানা গাড়িতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাষ্ট্রপতি
  • এই গাড়ির নেপথ্যে রয়েছে এক লম্বা ইতহাস
  • পাকিস্তানকে টসে হারিয়ে এই গাড়ি জিতেছিল ভারত

এই নিয়ে টানা তৃতীয়বার। সাধারণতন্ত্র দিবসে সেই ঐতিহ্যবাহী ঘোড়ায় টানা গাড়িতে চেপে দিল্লির কর্তব্যপথের অনুষ্ঠানে পৌঁছন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবার তাঁর সহযাত্রী ছিলেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন দের লায়েন। তবে জানেন কি এই ঘোড়ার গাড়ি ভারতের হাতে এসে পৌঁছল কীকরে? এর জন্যও পাকিস্তানের সঙ্গে 'খেলতে' হয়েছে ভারতকে। রাষ্ট্রপতির এই ঘোড়ার গাড়ির নেপথ্যে রয়েছে এক লম্বা ইতিহাস। 

ফিরল ইতিহাস

এই ঘোড়ায় টানা গাড়িটির পোশাকি নাম 'বাগ্গি'। পাকিস্তানকে টসে হারিয়ে এই বাগ্গি গাড়ি জিতেছিল ভারত। একটি টস এক নিমেষে বদলে দিয়েছিল ভারত-পাকিস্তানের সমীকরণ। আর এই খেলাতেও ভারতের কাছে গোহারা হেরে গিয়েছিল চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ২০২৪ সালে ব্রিটিশ ভারতের রীতি ফিরেয়েছে মোদী সরকার। ৭৫তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ঘোড়ায় টানা বাগ্গি গাড়িতে চড়েন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সে বছর তাঁর সঙ্গে সেই গাড়িতেই উঠেছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ৭৬তম প্রজাতন্ত্র দিবসেও সেই বাগ্গি গাড়িতেই চড়তে দেখা গিয়েছিল দ্রৌপদী মুর্মু। সেবার অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। আর এবার ৭৭তম প্রজাতন্ত্র দিবসে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি ভবন থেকে কর্তব্যপথে আসেন দ্রৌপদী মুর্মু। 

বাগ্গি গাড়ি

কেমন এই বাগ্গি গাড়ি?

৬টি টি ঘোড়া দিয়ে টানা কালো রংয়ের এই বাগ্গি গাড়ির গায়ে রয়েছে অশোক চক্র। ভিতরে রয়েছে ভেলভেটে মোড়ানো বসার আসন। ব্রিটিশ আমলে ভারতে নিযুক্ত ব্রিটিশ ভাইসরয় এই ঘোড়ার গাড়িটি ব্যবহার করতেন। তৎকালীন ভাইসরের নিবাস ছিল আজকের রাইসিনা হিলসের রাষ্ট্রপতি ভবন। এই ভবনের চৌহদ্দিতে ঘোরাফেরার জন্য এই বাগ্গি গাড়ি ব্যবহৃত হত সে সময়। আবার এটি দেখা যেত বিভিন্ন সরকারি অনুষ্ঠানেও।

বাগ্গি গাড়ি

মজার কাহিনি

দেশভাগের সময়ে এই বাগ্গি গাড়ির উপর বিশেষ নজর ছিল পাকিস্তানেরও। মালিকানা কার হবে, তা নিয়ে টানাটানি চলছিল। অভিনব উপায় বেছে নেওয়া হয় তখন। সিদ্ধান্ত হয়, যে টসে জিতবে, তাদের কাছেই থাকবে বাগ্গি। ভারতের পক্ষে কর্নেল ঠাকুর গোবিন্দ সিং এবং পাকিস্তানের শাহবজাদা ইয়াকুব খান টসে অংশ নেন টসে। ভারত জিততেই পাকাপাকিভাবে তা ভারতের জিম্মায় চলে আসে।

Advertisement

তবে নিরাপত্তার কথা মাথায় রেখে দীর্ঘ ৪০ বছর বন্ধ করে দেওয়া হয়েছিল এই বাগ্গি গাড়ির ব্যবহার। বদলে নিয়ে আসা হয় বুলেটপ্রুফ অত্যাধুনিক লিমোজিন গাড়ি। সাধারণত গত কয়েক বছর ধরে রাষ্ট্রপতির জন্য বরাদ্দ ছিল এই বিলাসবহুল গাড়ি। তবে গত ৩ বছর ধরে দিল্লির কুচকাওয়াজে যোগ দেওয়ার জন্য এই বাগ্গি গাড়িতেই চড়েই দিল্লির কুচকাওয়াজে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

উল্লেখ্য, ২০১৪ সালের বিটিং রিট্রিটের অনুষ্ঠানে যোগ দিতে এই বাগ্গিতে চড়েই পৌঁছেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

 

Read more!
Advertisement
Advertisement