President election 2022: দেশের রাজধানীতে রাজনৈতিক তৎপরতা (President election 2022) তুঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে। এদিন বিরোধী রাজনৈতিক দলগুলি বৈঠক করছে। বিজেপি (BJP) নেতৃত্বাধীন এনডিএ (NDA)-তেও তৎপরতা শুরু হয়েছে। কিন্তু কীভাবে হয় এই রাষ্ট্রপতি নির্বাচন। কেমন পদ্ধতি এবং কারা ভোট দিতে পারেন। জেনে নিন সেই সম্পর্কে।
রাষ্ট্রপতি নির্বাচনে (President election ) কত ভোট
রাষ্ট্রপতি নির্বাচনে লোকসভা, রাজ্যসভা এবং রাজ্যগুলির বিধানসভার সদস্যরা তাদের ভোট দেন। ২৪৫ সদস্যের রাজ্যসভার মধ্যে, মাত্র ২৩৩ জন সংসদ সদস্য ভোট দিতে পারেন। তবে জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভেঙে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে কাশ্মীরের কোটার চারটি রাজ্যসভার আসন খালি রয়েছে। যার কারণে রাষ্ট্রপতি নির্বাচনে মাত্র ২২৯ জন রাজ্যসভার সাংসদ ভোট দেবেন এবার। লোকসভার সমস্ত ৫৪৩ সদস্য ভোটে অংশ নেবেন। এছাড়াও, সমস্ত রাজ্যের মোট ৪ হাজার ৩৩ জন বিধায়ক রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন।
রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমানে মোট ভোটার হবে ৪ হাজার ৮০৯ জন। তবে তাদের ভোটের মূল্য ভিন্ন। এভাবে যদি আমরা লোকসভা, রাজ্যসভা ও বিধানসভার সদস্যদের ভোটের মূল্য মিলিয়ে দেখি, তাহলে মোট ভোটারদের ভোটের মূল্য দাঁড়ায় ১০ লাখ ৮৬ হাজার ৪৩১টি। এভাবে প্রেসিডেন্ট নির্বাচনে জিততে অর্ধেকের বেশি ভোট লাগবে। অর্থাৎ প্রেসিডেন্ট নির্বাচনে জিততে হলে কমপক্ষে ৫,৪৩,২১৬ ভোট লাগবে।
NDA-র কত ভোট আছে?
বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে জেডিইউ, এআইএডিএমকে, আপনা দল (সোনেলাল), এলজেপি, এনপিপি, নিষাদ পার্টি, এনপিএফ, এমএনএফ, এআইএনআর কংগ্রেসের মতো ২০টি ছোট দল অন্তর্ভুক্ত রয়েছে। এনডিএ-র মোট ১০,৮৬,৪৩১ ভোটের মধ্যে প্রায় ৫,৩৫,০০০ ভোট রয়েছে। বর্তমান পরিসংখ্যান অনুসারে, এনডিএ-র রাষ্ট্রপতি প্রার্থীকে বিজয়ী করতে আরও ১৩ হাজার ভোটের প্রয়োজন হবে। বিজেপি এবং তার জোটসঙ্গীদের রয়েছে মোট ভোটের প্রায় ৪৮ শতাংশ।
বিরোধী দলগুলোর ভোট কত?
কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ-র বর্তমানে দুই লাখ ৫৯ হাজার ৮৯২ ভোট রয়েছে। কংগ্রেস ছাড়াও এর মধ্যে রয়েছে ডিএমকে, শিবসেনা, আরজেডি, এনসিপির মতো দল। আমরা যদি অন্যান্য দলের ভোটের দিকে তাকাই, সেখানে ২ লাখ ৯২ হাজার ৮৯৪ ভোট রয়েছে, যার মধ্যে তৃণমূল, সমাজবাদী পার্টি, ওয়াইএসআর, টিআরএস, বিজেডি, আম আদমি পার্টি, বাম দলগুলি রয়েছে। এভাবে সব বিরোধী দল একত্র হলে তাদের ভোট হবে ৫১ শতাংশ। ফলে এনডিএ-কে প্রতিদ্বন্দ্বিতা দিতে বিরোধী দলগুলো।