সোমবার মুর্শিদাবাদে ঘটা হিংসার প্রেক্ষিতে রাষ্ট্রপতি শাসন জারির দাবিতে দায়ের হওয়া মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। বিচারপতি বি আর গাভাই এবং অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ বলেন, 'আপনারা কি চান, আমরা রাষ্ট্রপতিকে এই নির্দেশ দিই যে, তিনি রাষ্ট্রপতি শাসন জারি করুন? এমনিতেই আমাদের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তোলা হচ্ছে।'
এই মন্তব্যটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ বিচারপতি গাভাই আগামী মাসে দেশের প্রধান বিচারপতির দায়িত্ব নিতে চলেছেন। তিনি সম্ভবত সংশোধিত ওয়াকফ আইন নিয়ে আসা একাধিক আবেদনের শুনানি করবেন।
সম্প্রতি সুপ্রিম কোর্ট সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করে তামিলনাড়ুর ১০টি বিল অনুমোদন করে, যেগুলো দীর্ঘদিন রাজ্যপালের কাছে ছিল। সেইসঙ্গে, আদালত প্রথমবারের মতো নির্দেশ দেয় যে, রাজ্যপালের পাঠানো বিলগুলোর বিষয়ে রাষ্ট্রপতিকে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে।
এই রায় নিয়ে শাসক বিজেপির একাধিক নেতা এবং দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় কড়া সমালোচনা করেন। তাঁদের অভিযোগ, শীর্ষ আদালত তার সীমা ছাড়িয়ে গিয়ে নির্বাহী বিভাগের কাজে হস্তক্ষেপ করছে।
ধনখড় অভিযোগ করেন, সুপ্রিম কোর্ট যেন 'সুপার পার্লামেন্ট' হয়ে উঠেছে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও আদালতের সমালোচনায় মুখর হন। তিনি বলেন, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না 'দেশের সব গৃহযুদ্ধের জন্য দায়ী'। এমনকি তিনি এক পোস্টে লেখেন, 'যদি সুপ্রিম কোর্টই আইন তৈরি করতে চায়, তবে সংসদ বন্ধ করে দেওয়া উচিত।'