২০২৪ নয়, ২০৪৭ নিয়ে ভাবনাচিন্তা করুন। কেন্দ্রীয় মন্ত্রীদের কাউন্সিলের বৈঠকে টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ২০৪৭ সাল হল ভারতের স্বাধীনতা দিবসের ১০০ বছর পূর্তি।
প্রগতি ময়দানের কনভেনশনে সেট্নারে ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারস-এর বৈঠকে মোদীর বক্তব্য, ২০৪৭ হবে দেশের 'অমৃত কাল'। আগামী ২৫ বছরে, অর্থাত্ ২০৪৭ সালর মধ্যে ভারতের সব সেক্টরে প্রযুক্তির অভূতপূর্ব পরিবর্তন হবে বলে জানান মোদী।
এদিনের সভায় কেন্দ্রীয় মন্ত্রীরা ছাড়াও বিদেশ, প্রতিরক্ষা ও রেলের সচিবরাও অংশ নেন। আগামী ২৫ বছরে ভারতের উন্নয়নের রূপরেখা কীরকম হবে, তার প্ল্যান জমা দেন সব কেন্দ্রীয় মন্ত্রী। মোদী জানান, গত ৯ বছরে প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে। আগামী ৯ মাস এই সব উন্নয়নূলক কাজ সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করার দায়িত্ব তিনি দিলেন প্রত্যের কেন্দ্রীয় মন্ত্রীকে।
কেন্দ্রীয় মন্ত্রীদের প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন, প্রত্যেকে নিজের মন্ত্রকের সেরা ১২টি প্রকল্প ও উন্নয়নমূলক কাজ বাছাই করুন। আগামী ৯ মাসে সেই কাজগুলি সম্পর্কে সাধারণ মানুষকে জানান, প্রমোট করুন।
কেন্দ্র সূত্রের খবর, লোকসভা ভোটের আগে মোদী মন্ত্রিসভায় রদবদল হতে পারে। ইতিমধ্যেই বিজেপি-র শীর্ষ নেতৃত্ব একাধিক বৈঠক করেছেন মন্ত্রিসভার রদবদল নিয়ে। তার আগে এই বৈঠক অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ২০ জুলাই সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে। তারপরেই হয়তো কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের পথে হাঁটবেন মোদী।
বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি বলেন, 'এ বারের বাদল অধিবেশনের শুরুটা পুরনো সংসদ ভবনেই হবে। পরবর্তী সময়ে নতুন সংসদ ভবনের কাজ সম্পূর্ণ হয়ে গেলে অধিবেশন সেখানে সরিয়ে নিয়ে যাওয়া হবে। বাদল অধিবেশনে যে সব মন্ত্রকের বিল আসার কথা রয়েছে সেই সব মন্ত্রীদের দ্রুতসংসদে ওই বিল আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।'