Advertisement

'আদিবাসী রাষ্ট্রপতিকে রাজপরিবারের অপমান,' সনিয়ার 'Poor Lady' মন্তব্যে তোপ মোদীর

শুক্রবার রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। ঘণ্টা খানেকের ওপরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভাষণ দেন। সেই ভাষণের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন সনিয়া গান্ধী। রাষ্ট্রপতির ভাষণের সমালোচনা করে তিনি তাঁকে 'পুওর(বেচারা) লেডি' বলে কটাক্ষ করেন।

'আদিবাসী রাষ্ট্রপতিকে রাজপরিবারের অপমান,' সনিয়ার 'Poor Lady' মন্তব্যে তোপ মোদীর'আদিবাসী রাষ্ট্রপতিকে রাজপরিবারের অপমান,' সনিয়ার 'Poor Lady' মন্তব্যে তোপ মোদীর
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 31 Jan 2025,
  • अपडेटेड 5:31 PM IST
  • শুক্রবার রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে
  • ঘণ্টা খানেকের ওপরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভাষণ দেন

সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে মুখোমুখি যুদ্ধে ক্ষমতাসীন দল ও বিরোধী দল। রাষ্ট্রপতির ভাষণে মন্তব্য করতে গিয়ে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধী তাঁকে 'Poor Lady' বলে অভিহিত করেছিলেন। সনিয়া বলেছিলেন যে রাষ্ট্রপতি লম্বা ভাষণ দিতে গিয়ে খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। এবার এই নিয়ে বিরোধীদের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'কংগ্রেস রাষ্ট্রপতিকে অপমান করেছে। দেশ আবার কংগ্রেসের রাজপরিবারকে দেখছে। আজ সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওড়িশার দরিদ্র পরিবার থেকে এসে তিনি এখানে পৌঁছেছেন। তাঁর মাতৃভাষা হিন্দি নয়, তিনি ওড়িশায় বেড়ে উঠেছেন, তিনি আজ সংসদে চমৎকারভাবে ভাষণ দিয়েছেন, কিন্তু কংগ্রেসের রাজপরিবার তাঁকে অপমান করতে নেমেছে। রাজপরিবারের একজন সদস্য বলেছেন, রাষ্ট্রপতি বিরক্তিকর ভাষণ দিয়েছেন। একজন সদস্য এর থেকেও এগিয়ে গিয়েছেন। রাষ্ট্রপতিকে একজন গরিব মহিলা বলে অভিহিত করেন তিনি। গরিব বলেছে, বস্তু বলেছে, ক্লান্ত থাকার কথা বলেছে। এটা আদিবাসীদের অপমান।'

মোদী আরও বলেন,'কংগ্রেস আদিবাসী কন্যার কথা শুনতে বিরক্তিকর বলে মনে করে। এটা দেশের ১৬ কোটি আদিবাসী ভাই-বোনের অপমান। এটা দেশের প্রতিটি আদিবাসী ভাই বোনের অপমান। কংগ্রেস দরিদ্র, দলিত, আদিবাসীদের অপমান করে, যারা প্রতিটি পদক্ষেপে এগিয়ে যায়। তারা মানুষকে গালি দিতে, বিদেশে ভারতের মানহানি করতে এবং শহুরে নকশালদের কথা বলতে পছন্দ করে।'

শুক্রবার রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। ঘণ্টা খানেকের ওপরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভাষণ দেন। সেই ভাষণের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন সনিয়া গান্ধী। রাষ্ট্রপতির ভাষণের সমালোচনা করে তিনি তাঁকে 'পুওর(বেচারা) লেডি' বলেন। রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে সনিয়া গান্ধীকে প্রশ্ন করা হলে, শুরুতে তিনি সরাসরি কিছু বলেননি। তবে, সনিয়া ও রাহুল গান্ধীকে নিজেদের মধ্যে আলোচনা করতে দেখা যায়। এরপর, রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে তিনি বলেন, 'এগুলো মিথ্যা প্রতিশ্রুতি'। এরপর রাহুল গান্ধী বলেন, রাষ্ট্রপতির ভাষণ একঘেয়ে(Boring) ছিল। তখন সনিয়া গান্ধী বলেন, 'Poor lady... রাষ্ট্রপতিজি শেষের দিকে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন।

Advertisement

আরও পড়ুন

রাষ্ট্রপতি সম্পর্কে সনিয়া গান্ধীর 'রাষ্ট্রপতি খুব ক্লান্ত' মন্তব্য নিয়ে বিবৃতি দিল রাষ্ট্রপতি ভবন। সনিয়ার এই মন্তব্যকে অগ্রহণযোগ্য বলা হয়েছে। রাষ্ট্রপতি ভবন বলেছে যে কংগ্রেস সাংসদের মন্তব্য কুরুচিকর ও দুর্ভাগ্যজনক। এক বিবৃতিতে রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি বলেছেন যে সংসদের বাজেট অধিবেশন চলাকালীন ভাষণ দেওয়ার সময় কোনও সময়েই ক্লান্ত হননি রাষ্ট্রপতি। কারও নাম না করে বিবৃতিতে আরও বলা হয়েছে যে মন্তব্যটি রাষ্ট্রপতির কার্যালয়ের মর্যাদাকে আঘাত করেছে। রাষ্ট্রপতি কোনও সময়েই ক্লান্ত হননি। প্রকৃতপক্ষে, তিনি বিশ্বাস করেন যে প্রান্তিক মানুষ, নারী, কৃষকদের জন্য কথা বলা কখনই ক্লান্তিকর হতে পারে না। বিবৃতিতে বলা হয়েছে যে নেতারা" একটি ভুল ধারণা তৈরি করেছেন। কারণ তাঁরা হিন্দির মতো ভারতীয় ভাষাগুলির বাগধারা ও বক্তৃতার সঙ্গে নিজেদের পরিচিত করতে পারেননি।

Read more!
Advertisement
Advertisement