Advertisement

দেশের প্রথম সি-প্লেনের উদ্বোধন, গুজরাত সফরে মোদী

করোনা ভাইরাস অতিমারী শুরুর পরে নিজের রাজ্য গুজরাতে এই প্রথম সফরে যাচ্ছেন মোদী। আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে কেভাডিয়া তিনি হেলিকপ্টারে যাবেন।

গুজরাত পৌঁছলেন মোদীগুজরাত পৌঁছলেন মোদী
Aajtak Bangla
  • দিল্লি,
  • 30 Oct 2020,
  • अपडेटेड 10:42 AM IST
  • দু'দিনের সফরে আজ অর্থাত্‍ শুক্রবার গুজরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • করোনা ভাইরাস অতিমারী শুরুর পরে গুজরাতে এই প্রথম সফরে মোদী
  • কেভাডিয়া ও আহমেদাবাদের মধ্যে সি-প্লেনের উদ্বোধন। 

দু'দিনের সফরে আজ অর্থাত্‍ শুক্রবার গুজরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সকালেই গুজরাত পৌঁছে যাচ্ছেন মোদী। একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। বিশেষ করে কেভাডিয়া ও আহমেদাবাদের মধ্যে সি-প্লেনের উদ্বোধন। 

আহমেদাবাদ বিমানবন্দরে পৌঁছে মোদী গুজরাতের প্রাক্তন ও প্রয়াত মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেলের সঙ্গে পরিবারের সঙ্গে গান্ধীনগরে দেখা করবেন। কেশুভাইয়ের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাবেন। বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন বিজেপি-র বিশিষ্ট নেতা তথা গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেল।

তারপর তিনি যাবেন নর্মদা জেলার কেভাডিয়ায়। করোনা ভাইরাস অতিমারী শুরুর পরে নিজের রাজ্য গুজরাতে এই প্রথম সফরে যাচ্ছেন মোদী। আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে কেভাডিয়া তিনি হেলিকপ্টারে যাবেন। প্রথমে সর্দার বল্লভভাই প্যাটেল জুলজিক্যাল পার্ক উদ্বোধন করবেন। এরপর সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটি থেকে শ্রেষ্ঠ ভারত ভবন পর্যন্ত নর্মদা নদীতে ফেরি সার্ভিসের সূচনা করবেন। সম্ভবত উদ্বোধনের সময় বোটে সফরও করবেন প্রধানমন্ত্রী। 

আরও পড়ুন

স্ট্যাচু অফ ইউনিটির কাছে 'একতা মল' উদ্বোধন করবেন মোদী। এই মলে দেশের নানা প্রান্তের হাতের তৈরি নানা সামগ্রী কিনতে পারবেন পর্যটকরা।

৩১ অক্টোবর সকালে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্ট্যাচু অফ ইউনিটিতে সর্দার প্যাটেলের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। সেই উপলক্ষে একটি প্যারেড হবে। একতা দিবস প্যারেড নামে ওই প্যারেডে অংশ নেবেন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস ও গুজরাত পুলিশ যৌথ ভাবে। 

প্যারেড গ্রাউন্ডে বক্তব্য রাখার পরে ভিডিয়ো কনফারেন্সে সিভিলি সার্ভিস প্রবেশনারদের সঙ্গে আলাপ করবেন তিনি। দুপুরে কেভাডিয়া থেকে আহমেদাবাদ পর্যন্ত সি-প্লেন সার্ভিসের উদ্বোধন করবেন। বিকেলেই দিল্লি ফিরে যাবেন মোদী।

ইতিমধ্যেই মোদীর সফরের আগে স্ট্যাচু অফ ইউনিটি চত্বরে জোর কদমে চলছে প্যারেডের প্রস্তুতি। অতিমারী শুরুর পর থেকে আজই প্রথম গুজরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী। 

ভারতে প্রথম সি-প্লেন চালু করছে স্পাইস জেট। আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ও পর্যটক টানতে এই পরিষেবা চালু করছে এই বেসরকারি বিমান পরিবহন সংস্থা। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement