Advertisement

Sikkim Ranpo Rail Staion: সিকিমের প্রথম রেল স্টেশন কেমন? আজ শিলান্যাস করবেন মোদী

রেল সূত্রের খবর, এ বছর কাজ শেষ হওয়ার কথা থাকলেও, অক্টোবরে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য তা কিছুটা পিছিয়েছে। কিছু জায়গা পুনর্নির্মাণ করাতে হচ্ছে। পরিকল্পনা রয়েছে, ২০২৫ এর অগাস্টের মধ্যে সমস্ত কাজ শেষ করে দেওয়া সম্ভব। বাংলা এবং সিকিমের মধ্যে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে।

সিকিমের প্রথম রেল স্টেশন কেমন? আজ শিলান্যাস করবেন মোদী
Aajtak Bangla
  • রংপো,
  • 26 Feb 2024,
  • अपडेटेड 11:43 AM IST

সোমবার দেশের ৫৫৪টি রেলস্টেশনের কাজের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এই তালিকায় রয়েছে বাংলা-সিকিম রংপো স্টেশনের (Rangpo railway station) শিলান্যাস। যার প্রস্তুতি রবিবার খতিয়ে দেখেন আলিপুরদুয়ারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অমরজিৎ গৌতম। প্রকল্পের খুঁটিনাটি এবং কাজের অগ্রগতি নিয়ে তিনি কথা বলেন রেল আধিকারিক ও ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন ইন্টারন্যাশনাল লিমিটেডের (ইরকন) কর্তাদের সঙ্গে।

রেল সূত্রের খবর, এ বছর কাজ শেষ হওয়ার কথা থাকলেও, অক্টোবরে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য তা কিছুটা পিছিয়েছে। কিছু জায়গা পুনর্নির্মাণ করাতে হচ্ছে। পরিকল্পনা রয়েছে, ২০২৫ এর অগাস্টের মধ্যে সমস্ত কাজ শেষ করে দেওয়া সম্ভব। বাংলা এবং সিকিমের মধ্যে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে।

এখনও পর্যন্ত কী পরিস্থিতি?

১৪টি টানেলের মধ্যে আটটির খননকাজ শেষ। এই টানেলগুলিতে আগামী মাস থেকে রেললাইন বসানোর কাজ শুরু হয়ে যাবে। বাকি টানেলের কাজ দ্রুত শেষ করা হবে। প্রত্যেকটি সেতুর পিলারের ভিত তৈরি শেষ। সেতু তৈরির ক্ষেত্রেও বেশি সময় লাগবে না।’ কিন্তু নদীখাতে জমা পলির কারণে তিস্তা যদি বর্ষার সময় আবার ভয়ংকর হয়ে ওঠে, তবে কি আগামী বছর পুজোর মুখে সেবক থেকে রংপো ট্রেনের চাকা গড়াবে? সংশয়ে রয়েছেন সাধারণ মানুষ থেকে রেলকর্তারাও।

তবে আপাতত কাজের দিকে মন দিয়েছেন তাঁরা। তাঁরা কোনও রকম নেতিবাচকতাকে প্রশ্রয় দিতে রাজি নন। এর মধ্য়েই সিকিমের প্রান্তিক স্টেশন রংপোর শিলান্যাস হবে। শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাস্তবে স্টেশনের জায়গা নির্দিষ্ট করে তার ভূমির পরিকাঠামো তৈরির কাজ শেষ। এখন শুধু ভবন তৈরি বাকি। তিস্তাবাজার, মল্লি স্টেশনের কাজও অনেকটা এগিয়ে গিয়েছে। রেল সূত্রে খবর, ৪৪.৯৮ কিলোমিটারের রেলপ্রকল্পটির ৮৫ শতাংশই টানেলের মধ্যে।

ডিআরএম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সেবক-রংপো রেলপ্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই রংপো-গ্যাংটক প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। তৃতীয় পর্যায়ে হবে গ্যাংটক ও নাথু লা রেলপ্রকল্প। রেলের এক আধিকারিক জানালেন, এই প্রকল্প পর্যটনের দিগন্ত খুলে দেবে। তার থেকেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ দেশের সেনাবাহিনীর জন্য। চিনের সঙ্গে সীমান্ত সমস্যা মোকাবিলায় এই রেলপথ অত্যন্ত জরুরি।

Advertisement

ভারতীয় রেল অনেক আগেই দেশের অনেক রেল স্টেশনের পরিকাঠামো বদলের ঘোষণা করেছিল। সেই কাজের উদ্বোধন হতে চলেছে সোমবার। প্রকল্পের আওতায় রয়েছে রাজ্যের ১৭টি স্টেশন। এ ছাড়াও ৫৫৪টি স্টেশনে রোড ওভারব্রিজ ও আন্ডারপাস নির্মাণ প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। এক সঙ্গে দেশের মোট ২১৩৯টি রেল স্টেশনে এই অনুষ্ঠান হবে। বিজেপি সূত্রে জানা গিয়েছে দেশের অন্য জায়গার মতো বাংলাতেও প্রতিটি স্টেশনে দলীয় নেতা, সাংসদ, বিধায়করা উপস্থিত থাকবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করবে রেল। লোকসভা ভোটের মুখে বিভিন্ন রাজ্যে মোদীর হাত দিয়ে বেশ কয়েকটি নতুন রেল প্রকল্পেরও উদ্বোধন হবে সোমবার।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement