
গান্ধী পরিবারে শিগগিরই বিয়ের সানাই বাজতে চলেছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ওয়ানাড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এবং রবার্ট বঢরার ছেলে রেহান বঢরা তাঁর দীর্ঘদিনের বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সেরেছেন। পরিবার সূত্রে খবর, দু’জনের সম্পর্ক দীর্ঘ সাত বছরের, আর সম্প্রতি সেই সম্পর্কই নতুন অধ্যায়ে পৌঁছল।
জানা গিয়েছে, কিছুদিন আগেই রেহান আভিভাকে বিয়ের প্রস্তাব দেন। দু’পক্ষের পরিবারের সম্মতির পরই বাগদান সম্পন্ন হয়। অনুষ্ঠানটি ছিল অত্যন্ত ব্যক্তিগত এবং ঘনিষ্ঠ পরিসরে। দুই পরিবারের খুব কাছের কয়েকজন সদস্যই কেবল সেখানে উপস্থিত ছিলেন। যদিও এখনও পর্যন্ত প্রিয়াঙ্কা গান্ধী বা বঢরা পরিবারের তরফে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি। বিয়ের দিনক্ষণও এখনও চূড়ান্ত হয়নি, তবে শীঘ্রই তা স্থির হতে পারে বলে খবর। আভিভা বেগের পরিবার দিল্লির বাসিন্দা।
২৪ বছর বয়সি রেহান বঢরা মূলত একজন ইনস্টলেশন ও ভিজ্যুয়াল আর্টিস্ট। ‘ডার্ক পারসেপশন’ শিরোনামে তাঁর একক প্রদর্শনী ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। শিল্পকলা, প্রকৃতি ও ভ্রমণ ফটোগ্রাফির প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। এই কারণেই তিনি রাজনীতি ও চর্চার আলো থেকে নিজেকে বরাবরই কিছুটা দূরে রেখেছেন। দিল্লিতে প্রাথমিক শিক্ষা শেষ করার পর তিনি দেরাদুন ও লন্ডনে শেষ করেন।
অন্যদিকে, আভিভা বেগও মিডিয়া কমিউনিকেশনস ও সাংবাদিকতায় পড়াশোনা করেছেন। রেহানের মতো তিনিও ফটোগ্রাফিতে গভীরভাবে আগ্রহী এবং নিজেও একজন ফটোগ্রাফার। আভিভার পরিবারকে বঢরা পরিবারের ঘনিষ্ঠ বলেই মনে করা হয়।
সব মিলিয়ে, রাজনীতির আড়ালে থাকা গান্ধী পরিবারের এই ব্যক্তিগত খবরে ইতিমধ্যেই কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে। এখন নজর, কবে চূড়ান্ত হবে রেহান ও আভিভার বিয়ের দিনক্ষণ।