
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হায়দরাবাদ হাউসে বৈঠক সারলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার পর বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে মস্কো ও দিল্লির মধ্যে। এই চুক্তির মধ্যে রয়েছে অভিবাসন, স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, খাদ্য নিরাপত্তা, জাহাজ নির্মাণ, রাসায়নিক এবং সারের মতো গুরুত্বপূর্ণ বিষয়।
বৈঠকের পর পুতিনকে পাশে নিয়ে একটি যৌথ সাংবাদিক সম্মেলনে দেশবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মোদী। তিনি ঘোষণা করেন, ভারতে রাশিয়ানদের জন্য বিনামূল্যে চালু হচ্ছে ই-ট্যুরিস্ট ভিসা। এই ই-ভিসাগুলি ৩০ দিনের জন্য বৈধ থাকবে।
দুই দেশের মধ্যে কোন কোন চুক্তি স্বাক্ষরিত হল? জেনে নেওয়া যাক
১. অভিবাসন সংক্রান্ত চুক্তি
২. অস্থায়ী শ্রমিকদের যাতায়াতের ক্ষেত্রে চুক্তি
৩. স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা সংক্রান্ত চুক্তি
৪. খাদ্য নিরাপত্তা সংক্রান্ত চুক্তি
৫. পোলার জাহাজের চুক্তি
৬. সামুদ্রিক সহযোগিতা সংক্রান্ত চুক্তি
৭. সারের চুক্তি
ভারত ও রাশিয়া যৌথভাবে ইউরিয়া উৎপাদন করবে
সার সংক্রান্ত চুক্তিতে বলা হয়েছে, ভারত এবং রাশিয়া যৌথভাবে ইউরিয়া উৎপাদন করবে। বর্তমানে ভারত-রাশিয়া থেকে ব্যাপকভাবে ইউরিয়া আমদানি করে। এই চুক্তির ফলে এখন ভারত রাশিয়ার সহযোগিতায় ইউরিয়া উৎপাদন করতে পারবে।
অভিবাসন চুক্তি ভারতীয় কর্মীদের জন্য সুসংবাদ
ভারত-রাশিয়া অভিবাসন চুক্তি বিদেশে কাজ করতে ইচ্ছুক শ্রমিকদের জন্য সুখবর। এই চুক্তির আওতায়, ভারতীয় কর্মীরা একটি সংগঠিত পদ্ধতিতে রাশিয়া যেতে পারবেন এবং আরও ভালো বেতন পাবেন। কানাডা এবং ব্রিটেনের মতো ইউরোপীয় দেশগুলিতে অভিবাসন নিয়ম কঠোর হওয়ার পর এই চুক্তি নিঃসন্দেহে স্বস্তিদায়ক।