Advertisement

Jay Shah: 'অমিত শাহের ছেলে তো ব্যাট ধরতেই জানেন না,' জয় শাহকে তীব্র কটাক্ষ রাহুলের

ঠিকমতো ব্যাট ধরতেই জানেন না, সে আবার এত বড় পদে। ICC চেয়ারম্যান তথা অমিত শাহের পুত্র জয় শাহকে তীব্র কটাক্ষ করলেন রাহুল গান্ধী। ঠিক কী বলেছেন লোকসভার বিরোধী দলনেতা?

Aajtak Bangla
  • ভাগলপুর ,
  • 08 Nov 2025,
  • अपडेटेड 11:41 AM IST
  • ব্যাট ধরতেই জানেন না জয় শাহ
  • তীব্র কটাক্ষ করলেন রাহুল গান্ধী
  • অমিত শাহের ছেলে না হলে বড় স্বপ্ন দেখা যায় না বলেও তোপ

ICC চেয়ারম্যান তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয়ের বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী। বিরোধী দলনেতার কটাক্ষ, 'কীভাবে ব্যাট ধরতে হয় সেটাও জানেন না জয় শাহ, অথচ এত বড় পদে বসে রয়েছেন।'

বিহারের ভাগলপুরে একটি নির্বাচনী প্রচারে শুক্রবার অংশ নিয়েছিলেন রাহুল। আগামী ১১ নভেম্বর সেখানে রয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। প্রচারের মাঝেই কংগ্রেস সাংসদ বলেন, 'আদানি, আম্বানি কিংবা অমিত শাহের ছেলে হলে তবেই আপনি বড় স্বপ্ন  দেখতে পারবেন। অমিত শাহের ছেলে তো ব্যাট কীভাবে ধরতে হয় সেটাও জানেন না, রান করা তো দূরের কথা। তবে তিনিই ক্রিকেটের মাথা। কেন ওঁর হাতে সমস্ত ক্ষমতা থাকবে? টাকা আছে বলে?'

প্রসঙ্গত ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পজে রয়েছেন জয় শাহ। যেটি বিশ্ব ক্রিকেটার গভর্নিং বডি। এর আগে তিনি ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সভাপতি। তারও আগে ছিলেন BCCI-এর সচিব। 

NDA-র বিরুদ্ধে তোপ দেগে রাহুল গান্ধী বলেন, 'মোদী সরকার GST চালু করে দেশের কৃষকদের সর্বনাশ ডেকে এনেছেন। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা।' তাঁর আরও অভিযোগ, মোদী সরকার গরিবদের জমি কেড়ে নিয়ে তা আম্বানি, আদানিদের মতো শিল্পপতিদের উপহার দেন। 

প্রসঙ্গত, প্রথম দফা সম্পন্ন হওয়ার পর আগামী ১১ নভেম্বর বিহারের ২৪৩টি আসনের মধ্যে ১২২টি আসনে ভোটগ্রহণ হবে। ফলপ্রকাশ হবে আগামী ১৪ নভেম্বর। 

 

Read more!
Advertisement
Advertisement