শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৫,৭৩৫ শিক্ষকের চাকরি বাতিল হওয়ার পর, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখে এই বিষয়ে হস্তক্ষেপের আবেদন করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, আদালতের এই সিদ্ধান্তে বহু যোগ্য শিক্ষক রাতারাতি কর্মহীন হয়ে পড়েছেন।
রাহুল গান্ধী চিঠিতে লেখেন, দুর্নীতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত অযোগ্যদের চাকরি বাতিল হওয়া উচিত, তবে যোগ্য প্রার্থীদের একইভাবে শাস্তি দেওয়া চরম অবিচার। তিনি রাষ্ট্রপতিকে অনুরোধ করেছেন যাতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, যাতে ন্যায্য পদ্ধতিতে নির্বাচিত প্রার্থীরা তাদের চাকরি ফিরে পান।
রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে রাহুল জানিয়েছেন, আজ চাকরিহারা শিক্ষকরা এক দশকের বেশি সময় শিক্ষকতা করেছেন। তাঁদের ছাঁটাইয়ের ফলে লক্ষ লক্ষ পড়ুয়া অসহায় পরিস্থিতিতে পড়েছে। অন্যদিকে এভাবে কাজ হারানোয় মানসিক ভাবে ভেঙে পড়েছেন শিক্ষকরা। হঠাৎ কর্মহীন হওয়ায় আর্থিক সংকটে পড়েছে তাঁদের পরিবারও।
রাহুল লিখেছেন, “ম্যাডাম, আপনি এক সময় শিক্ষকতা করেছেন। আমার বিশ্বাস যোগ্য শিক্ষক, তাঁদের পরিবার এবং পড়ুয়াদের উপর এই মানবিক অবিচারকে আপনি অনুভব করবেন। আপনার কাছে আমার অনুরোধ, দয়া করে এদের পাশে দাঁড়ান এবং সরকারকে নির্দেশ দিন যাতে করে যোগ্যদের চাকরি বহাল থাকে।”