সম্প্রতি ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই বিষয়ে ইতিমধ্যেই কেন্দ্রকে নিশানা করেছেন রাহুল গান্ধী। পাল্টা রাহুলের বিরুদ্ধে সেনার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছে কেন্দ্রের শাসকদল বিজেপি। চিন-ভারত দ্বিপাক্ষীক সম্পর্কে যে উত্তেজনা জারি রয়েছে, তারই মাঝে এবার বড় বিবৃতী রাহুল গান্ধীর।
তামিল তারকা কামাল হাসানের সঙ্গে কথপোকথনের সময় রাহুল গান্ধী বলেন, "আমি বিশ্বাস করি না যে পাশ্চাত্য চিনের সঙ্গে মোকাবিলা করতে পারে। আমি বিশ্বাস করি ভারত চিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।" তিনি বলেন, "উৎপাদনের জগতে আমরা চিনের মতো হয়ে উঠতে পারি।" রাহুল গান্ধী আরও বলেন, "নিরাপত্তা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। একবিংশ শতাব্দীতে আমাদের সীমান্ত কেমন, সে সম্পর্কে শুধু 'ওকে' বলাই নিরাপত্তার জন্য যথেষ্ট নয়।"
রাহুল গান্ধী বলেন, "হামলা সীমান্তেই হতে হবে এমনটা জরুরি নয়। ভিতর থেকে আক্রমণ করা যেতে পারে, সাইবার হামলাও হতে পারে।" রাহুল গান্ধী বলেন যে, "২১ শতকে নিরাপত্তার জন্য একটি বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি থাকা উচিত এবং আমি মনে করি আমাদের সরকারের মূল্যায়ন এখানে ভুল।" তিনি বলেন, "আমরা ক্রমাগত শুনছি সীমান্তে কী হচ্ছে।"
আলোচনায় রাশিয়া-ইউক্রেন প্রসঙ্গ
এই প্রসঙ্গে রাহুল গান্ধী আরও বলেন, "দুর্বল অর্থনীতিও একটি গুরুত্বপূর্ণ বিষয়।" রাহুল গান্ধী দিশাহীন ও একটি বিভ্রান্ত দেশের উল্লেখ করে বলেন, "চিনারা জানে যে আমরা অভ্যন্তরীণ বিষয়ে জর্জরিত, সম্প্রীতির অভাব রয়েছে।" তিনি বলেন, "ইউক্রেনে যা ঘটেছে সেটিও সমস্যার আরও একটি বড় উপাদান। রাশিয়া ইউক্রেনে যা করেছে, স্পষ্ট জানিয়ে দিয়েছে, পশ্চিমী দেশগুলোর সঙ্গে যদি সম্পর্ক মজবুত থাকে তাহলে তা মেনে নেব না, ভূগোল বদলে দেব।" রাহুল গান্ধী বলেন যে, "ভারতের ক্ষেত্রেও বিষয়টি একইরকম। চিনারা আমাদের যা বলেছে তা হল, সাবধান থাকুন। আমরা লাদাখে প্রবেশ করব, অরুণাচলে প্রবেশ করব এবং ভূগোল পরিবর্তন করব।"
"বিরোধীদের সঙ্গে কথা বলুক সরকরা"
রাহুল গান্ধী বলেন, একজন ভারতীয় হিসাবে, তিনি এমন এক ব্যক্তি হতে চান না যে যুদ্ধের পরিবেশ তৈরি করে। তবে তিনি অবশ্যই এমন এক ব্যক্তি হতে চান যিনি সীমান্তের প্রকৃত সমস্যা দেশকে জানাবেন। তিনি বলেন, ভারতীয়রা যখন নিজেদের মধ্যে লড়াই করছে, তখন অর্থনীতি কাজ করছে না, বেকারত্ব থেকে যাচ্ছে। আর বহিরাগত ও প্রতিপক্ষরা তার সুযোগ নিচ্ছে। এই বিষয়ে সরকারকে বিরোধীদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।