অপারেশন সিঁদুর নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যে দেশজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে বলেন, পাকিস্তানকে এই সামরিক অভিযানের আগাম বার্তা দেওয়া হয়েছে, যা এক কথায় ‘দেশদ্রোহিতা’র সামিল।
তিনি একটি ভিডিও শেয়ার করে বলেন, “বিদেশ মন্ত্রক স্বীকার করে নিয়েছে যে পাকিস্তানকে আগাম তথ্য দেওয়া হয়েছিল। কে সেই সিদ্ধান্ত নিয়েছে? এতে আমাদের বায়ুসেনা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে?” বিদেশ মন্ত্রক রাহুলের এই বক্তব্যকে “তথ্যের বিকৃতি” বলে আখ্যা দিয়ে এক বিবৃতি জারি করে জানায়, জয়শঙ্করের বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাঁদের দাবি, “অপারেশন সিঁদুর ছিল একটি পূর্ণ গোপনীয় অভিযান। পাকিস্তানকে কোনও রকম আগাম বার্তা দেওয়া হয়নি। এই অপপ্রচার ভারতের নিরাপত্তা এবং কূটনীতির ক্ষতি করতে পারে।”
বিজেপির পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়েছে, “রাহুল গান্ধী বারবার পাকিস্তানের ভাষা বলছেন। দেশের সুরক্ষাকে রাজনৈতিক হাতিয়ার করছেন।” প্রসঙ্গত, অপারেশন সিঁদুর ছিল ভারতের সাম্প্রতিক একটি স্পেশাল ফোর্স অভিযান, যা সীমান্তের ওপারে সন্ত্রাসবাদী ঘাঁটিতে চালানো হয়।
এই অভিযানের সাফল্য ঘিরে সরকারের পক্ষ থেকে প্রচার হলেও, বিরোধীদের অভিযোগে শুরু হয়েছে নতুন বিতর্ক। এই ইস্যু আসন্ন নির্বাচনের আগে আরও রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে বলেই মত বিশ্লেষকদের।