মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে সরাসরি চ্যালেঞ্জ করলেন রাহুল গান্ধী। অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য রাখার সময় তিনি বলেন, 'যদি সাহস থাকে, তাহলে প্রধানমন্ত্রী বলুন যে ট্রাম্প মিথ্যা বলছেন।' অপারেশন সিঁদুরে মোদী সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন তিনি। বলেন, 'যুদ্ধ আমরা শুরু করিনি ঠিকই, কিন্তু পরে মাত্র ৩০ মিনিটেই আপনি আত্মসমর্পণ করে দিলেন। এটা সেনার নয়, সরকারের ব্যর্থতা।' রাহুল গান্ধী এরপর কটাক্ষ করে বলেন, 'ধরুন আমাদের কারও সঙ্গে লড়াই হয়েছে। কিন্তু তারপরও আমরা বলছি যে, ঠিক আছে ভাই, আর যুদ্ধ চাই না। একটা চড় মারলাম, কিন্তু দ্বিতীয়টা আর মারব না। এমন সিদ্ধান্ত কেউ নেয় নাকি?'
তিনি বলেন, 'আমার কথা বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পও তো ২৯ বার বলেছেন, যে আমরাই যুদ্ধ থামিয়েছি। এবার যদি সাহস থাকে, প্রধানমন্ত্রী নিজে সংসদে দাঁড়িয়ে বলুন যে ট্রাম্প মিথ্যা বলছেন।'
রাহুলের আরও খোঁচা, 'যদি ইন্দিরা গান্ধীর ৫০ শতাংশ সাহসও থাকে মোদীজির মধ্যে, তাহলে ওঁকে বলতেই হবে যে ট্রাম্প মিথ্যা বলেছেন। যদি সত্যিই সাহস থাকে, বলুন না!'
‘নিউ নর্মাল’
রাহুল বলেন, 'এখন নতুন একটা শব্দ চালু হয়েছে, ‘নিউ নর্মাল’। বিদেশ মন্ত্রী নিজেই সংসদে এই শব্দ ব্যবহার করেছেন। বলছেন, সব ইসলামিক দেশ নিন্দা করেছে। কিন্তু কোনও একটি দেশ, বিশেষ করে পহেলগাঁও হামলার পরে, পাকিস্তানের নিন্দা করেছে কি?'
তাঁর যুক্তি, 'সব দেশ সন্ত্রাসবাদের নিন্দা করেছে ঠিকই, কিন্তু সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে কেউ মুখ খোলেনি। এটাই কি আমাদের কূটনীতির সাফল্য?'
'৩০ মিনিটেই পাকিস্তানের কাছে আত্মসমর্পণ'
রাহুল বলেন, 'প্রতিরক্ষা মন্ত্রী সংসদে বলছেন, আমরা দুপুর ১টা ৩৫ মিনিটে পাকিস্তানকে জানালাম যে, আমরা জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়েছি। আর তারপরেই বলা হল যে, এটা এক্সকেলেটরি নয়, এবার আর উত্তেজনা বাড়াব না। মানেটা কি? এর মানে তো এটাই দাঁড়াচ্ছে যে আপনারা লড়াইয়ের মনোভাবই দেখাননি।'
তিনি বলেন, 'সরকার আমাদের পাইলটদের হাত-পা বেঁধে দিয়েছে। যাতে তাঁরা কিছুই না করতে পারেন।'
ইন্দিরা ও স্যাম ম্যানেকশ’র উদাহরণ
রাহুল গান্ধী বলেন, 'কাল সংসদে স্যাম ম্যানেকশ’র কথা বলা হয়েছে। উনি ইন্দিরা গান্ধীকে বলেছিলেন, এখনই অপারেশন করা যাবে না, গরমে করা হবে। ইন্দিরাজি ছ’মাস সময় দিয়েছিলেন। কিন্তু এখনকার সরকার ৩০ মিনিটেই হাল ছেড়ে দিল। এত তাড়াহুড়ো কেন?'