Advertisement

Rahul Gandhi: 'জুবিন কাঞ্চনজঙ্ঘার মতোই', গুয়াহাটিতে শ্রদ্ধা জানিয়ে স্বচ্ছ তদন্তের দাবি রাহুলের

জুবিন গর্গের প্রয়াণে উত্তাল অসম। তাঁর মৃত্যুর ২৮ দিন পরও শোক কাটছে না অসমের। এই পরিস্থিতিতে শুক্রবার তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গুয়াহাটিতে পৌঁছান লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সোনাপুরে শেষকৃত্যস্থলে গিয়ে তিনি প্রয়াত গায়কের প্রতি শ্রদ্ধা জানান, এরপর গিয়েছিলেন জুবিন গর্গের বাড়িতেও। দেখা করেন তাঁর স্ত্রী গরিমা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 17 Oct 2025,
  • अपडेटेड 4:57 PM IST
  • জুবিন গর্গের প্রয়াণে উত্তাল অসম।
  • তাঁর মৃত্যুর ২৮ দিন পরও শোক কাটছে না অসমের।

জুবিন গর্গের প্রয়াণে উত্তাল অসম। তাঁর মৃত্যুর ২৮ দিন পরও শোক কাটছে না অসমের। এই পরিস্থিতিতে শুক্রবার তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গুয়াহাটিতে পৌঁছান লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সোনাপুরে শেষকৃত্যস্থলে গিয়ে তিনি প্রয়াত গায়কের প্রতি শ্রদ্ধা জানান, এরপর গিয়েছিলেন জুবিন গর্গের বাড়িতেও। দেখা করেন তাঁর স্ত্রী গরিমা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় রাহুল গান্ধী বলেন, 'এই পরিস্থিতিতে আসা আমার পক্ষে অত্যন্ত দুঃখজনক। আমি চাইতাম আরও আনন্দের পরিবেশে এখানে আসতে।' তিনি ব্যক্তিগত স্মৃতিচারণা করে জানান, ১৭ বছর বয়সে সিকিমে তাঁর পর্বতারোহণের সময় কাঞ্চনজঙ্ঘা দেখেছিলেন। জুবিন নিজেকে কাঞ্চনজঙ্ঘা বলতেন। তাঁরমধ্যে কাঞ্চনজঙ্ঘার গুণ ছিল। তাঁর মতে, সৎ, স্বচ্ছ, অটল এবং সুন্দর, এই চারটি শব্দে জুবিন গর্গের জীবন ও উত্তরাধিকার প্রতিফলিত হয়।

জুবিনের ব্যক্তিত্ব ও বিনয় নিয়ে রাহুল গান্ধী বলেন, 'জুবিন গর্গের সাফল্য ছিল, সম্পদ ছিল, কিন্তু তিনি ছিলেন চিরনম্র। এটাই সত্যিকারের মূল্যবোধের প্রতিচ্ছবি। তাঁর মতো শিল্পীকে পেয়ে অসম গর্বিত।' তিনি আরও বলেন, 'গায়ক হিসেবে গর্গ শুধু প্রতিভাবান ছিলেন না, তিনি অসমের সংস্কৃতি ও জনগণের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। তাঁর পরিবারের ভূমিকাও তিনি বিশেষভাবে উল্লেখ করেন।'

তবে শুধু শ্রদ্ধা নিবেদন নয়, গায়কের মৃত্যুকে ঘিরে সিঙ্গাপুরে ঘটে যাওয়া ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি জানান কংগ্রেস নেতা। তিনি বলেন, 'পরিবার শুধু জুবিন গর্গকে হারায়নি, তাঁরা সত্যের প্রতীক্ষায় আছেন। তদন্ত বন্ধ যেন না হয়, তা নিশ্চিত করা জরুরি। অসমের মানুষও জানতে চায়, কী ঘটেছিল।'

সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাহুল গান্ধী বলেন, 'এই ঘটনার প্রতিটি দিক স্বচ্ছভাবে তদন্ত করা উচিত। যত দ্রুত সম্ভব, সত্য উদ্ঘাটন হোক। সিঙ্গাপুরে কী ঘটেছিল, তা আসামের প্রতিটি মানুষ জানতে চান।'


 

Read more!
Advertisement
Advertisement