
Rahul Gandhi On Bihar: বিহার নির্বাচনে ফল ভালো না হলেও মহাজোটকে সমর্থন করা লক্ষ লক্ষ ভোটারকে ধন্যবাদ জানিয়েছেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, নির্বাচন শুরুর দিন থেকেই পরিস্থিতি ছিল একেবারেই অন্যায্য। সেই কারণেই এমন ফল স্বাভাবিক বলে মন্তব্য করেছেন তিনি।
রাহুল জানান, সংবিধান ও গণতন্ত্র রক্ষার লড়াই এখন আরও তীব্র হবে। শুধু বিহারেই নয়, দেশের সর্বত্রই। তাঁর কথায়, বর্তমান পরিস্থিতিতে জয় সম্ভব ছিল না। তাই কংগ্রেস ও ইন্ডিয়া জোট নির্বাচনের ফলাফল গভীর ভাবে বিশ্লেষণ করবে এবং গণতন্ত্রকে রক্ষার উদ্দেশ্যে আরও কঠোর পরিশ্রম করবে।
তিনি জোর দিয়ে বলেন, এই লড়াই আসলে সংবিধান ও গণতন্ত্র বাঁচানোর লড়াই। সত্য, সাহস ও নিষ্ঠাকে সঙ্গে নিয়ে এই সংগ্রাম চলবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-ও জনগণের রায়কে সম্মান জানিয়ে বলেন, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানের দুর্বল করার শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে কংগ্রেস। তিনি জানান, ভোটের ফলাফলের বিশদ বিশ্লেষণ পরে জানানো হবে।
মহাজোটকে সমর্থনের জন্য ভোটারদের আন্তরিক ধন্যবাদ জানান খাড়গে। পাশাপাশি কংগ্রেস কর্মীদের উদ্দেশে বার্তা দেন, হতাশ হওয়ার কোনও কারণ নেই, কারণ তাঁদের পরিশ্রমই দলের আসল শক্তি। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, এই পরাজয় সাময়িক ধাক্কা হলেও সংবিধান রক্ষার লড়াই আরও জোরদার করা হবে। গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য জনসচেতনতা বাড়াতেই দল জোর দেবে।