
Rahul on Make in India: 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পকে 'সম্পূর্ণ ব্যর্থ' বললেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদের অভিযোগ, দেশে উৎপাদন তলানিতে ঠেকেছে। বেকারত্ব সর্বোচ্চ পর্যায়ে। চিন থেকে আমদানিও দ্বিগুণ হয়ে গিয়েছে বলে দাবি রাহুলের।
সম্প্রতি দিল্লির নেহরু প্লেসে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানকার ইলেকট্রনিক্স মার্কেট ঘুরে দেখেন। মোবাইল তৈরি, সারাইয়ের কাজও বেশ আগ্রহের সঙ্গে দেখেন। তখনই সেখানকার দুই টেকনিশিয়ান, শিবম ও সইফ-এর সঙ্গে কথা বলেন। আর সেই কথাবার্তার একটি ভিডিও নিজেই পোস্ট করেন এক্স (টুইটার)-এ।
চিনের লাভ হচ্ছে, ভারত খালি অ্যাসেম্বল করছে: রাহুল গান্ধী
রাহুলের দাবি, মোবাইলের মতো প্রোডাক্ট ভারতে খালি ‘অ্যাসেম্বল’-ই হয়। আসলে তৈরি কিছুই হচ্ছে না। সব ইলেকট্রনিক্স পার্টস বাইরে থেকে আমদানি করে ভারতে শুধু জোড়া লাগানো হচ্ছে। এতে আখেরে লাভ হচ্ছে চিনের।
লোকসভার বিরোধী দলনেতা বলেন, 'মেক ইন ইন্ডিয়ায় বলা হচ্ছিল শিল্প বিপ্লব হবে। কিন্তু বাস্তবটা কী? উৎপাদন তলানিতে, বেকারত্ব রেকর্ড হারে বেড়েছে, চিন থেকে আমদানিও দ্বিগুণ হয়েছে। সত্যিটা এটাই যে— আমরা শুধু অ্যাসেম্বল করি, আমদানি করি, কিন্তু কিছু তৈরি করি না। চিনই আসল মুনাফা করে।'
‘অ্যাসেম্বল্ড ইন ইন্ডিয়া’
রাহুলের মতে, 'অ্যাসেম্বল করে আসলে বড় কোম্পানিগুলিরই বেশি লাভ হচ্ছে। দেশের সাধারণ যুবসমাজের চাকরিবাকরি হচ্ছে না।' তিনি জোর দিয়ে বলেন, 'লোক ভাবে মেড ইন ইন্ডিয়া আর অ্যাসেম্বল ইন ইন্ডিয়া এক। কিন্তু সেটা ভুল। যতক্ষণ না ভারত নিজের উৎপাদন ক্ষমতা বাড়াচ্ছে, ততক্ষণ পিছিয়েই থাকবে। চিন এখন মোবাইল ও ল্যাপটপ তৈরির সেক্টরটা পুরো দখল নিয়ে ফেলেছে।'
‘শুধু স্লোগানেই ভরসা, সমাধান খোঁজায় নয়’, মোদীকে কটাক্ষ রাহুলের
রাহুলের অভিযোগ, '২০১৪ সালের পর থেকে দেশে ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে আয় জিডিপি-র মাত্র ১৪ শতাংশে নেমে এসেছে। প্রধানমন্ত্রীর খালি স্লোগান বানানোরই ক্ষমতা আছে। সমাধান খুঁজে বের করার ক্ষমতা নেই। নতুন কোনও ভাবনাচিন্তা নেই। মোদী হার মেনে নিয়ে বসে আছেন।'
প্রসঙ্গত, ‘মেক ইন ইন্ডিয়া’ BJP সরকার তথা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের লক্ষ্য হল ভারতকে আন্তর্জাতিক স্তরে, বিশ্বের অন্যতম প্রধান উৎপাদন কেন্দ্রে পরিণত করা। অনেকটা চিনের 'মেড ইন চায়না' স্লোগানের মতো।