Advertisement

Rahul Gandhi at Pahalgam: 'জঙ্গিদের উদ্দেশ্যই হল সমাজে বিভেদ সৃষ্টি করা,' পহেলগাঁও নিয়ে তাত্‍পর্যপূর্ণ মন্তব্য রাহুলের

'সমাজে বিভেদ সৃষ্টির চেষ্টা সফল হতে দেওয়া যাবে না', বললেন রাহুল গান্ধী। শুক্রবার জম্মু-কাশ্মীর পৌঁছান সংসদের বিরোধী দলনেতা। রাজ্যের মুখ্যমন্ত্রী ও লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি পহেলগাঁও জঙ্গি হামলায় আহত ও ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন।

পহেলগাঁওতে রাহুল গান্ধী।পহেলগাঁওতে রাহুল গান্ধী।
Aajtak Bangla
  • পহেলগাঁও,
  • 25 Apr 2025,
  • अपडेटेड 5:27 PM IST

'সমাজে বিভেদ সৃষ্টির চেষ্টা সফল হতে দেওয়া যাবে না', বললেন রাহুল গান্ধী। শুক্রবার জম্মু-কাশ্মীর পৌঁছান সংসদের বিরোধী দলনেতা। রাজ্যের মুখ্যমন্ত্রী ও লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি পহেলগাঁও জঙ্গি হামলায় আহত ও ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন।

রাহুল বলেন, ‘জঙ্গিদের উদ্দেশ্যই হল সমাজে বিভেদ সৃষ্টি করা। আমরা তাদের সফল হতে দিতে পারি না।’ তিনি আরও বলেন, ‘আমি এক আহত ব্যক্তির সঙ্গে দেখা করেছি। মুখ্যমন্ত্রী ও লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে।’

রাহুল স্পষ্ট জানান, ‘আমি চাই সবাই জানুক— গোটা দেশ একজোট হয়ে দাঁড়িয়েছে। যেটা ঘটেছে, তার পিছনে মূল উদ্দেশ্য সমাজকে বিভক্ত করা। কিছু লোক আমাদের কাশ্মীরি ভাইবোনদের আক্রমণ করছে, এটা খুবই দুঃখজনক।’

তিনি বলেন, ‘যাঁরা পরিবারের সদস্যদের হারিয়েছেন, তাঁদের জন্য আমার ভালোবাসা ও সমবেদনা। গতকাল সরকারের সঙ্গে আমাদের একটি বৈঠক হয়েছিল। আমরা বলেছি, সরকার যে কোনও পদক্ষেপ নিতে চাইলে আমরা তার পাশে আছি।’

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের কাছে বৈসরান উপত্যকায় গত ২২ এপ্রিল ভয়াবহ জঙ্গি হামলা হয়। প্রাণ হারান ২৬ জন। ২০১৯ সালে ৩৭০ ধারা রদের পর থেকে এটিই অন্যতম বড় সন্ত্রাসবাদী হামলা।

এই ঘটনায় ফের আলোচনার কেন্দ্রে জম্মু-কাশ্মীরের সন্ত্রাসবাদের পরিস্থিতি। কেন্দ্রীয় সরকারের তরফে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। অভিযোগ, এই হামলার পেছনে থাকা মাস্টারমাইন্ডদের সমর্থন করেছে পাকিস্তান।

এই ঘটনার পরপরই কাশ্মীরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উচ্চপর্যায়ের কূটনৈতিক স্তরেও পদক্ষেপ চলছে। এই পরিস্থিতিতেই আজ জম্মু-কাশ্মীরের মাটিতে পৌঁছান রাহুল গান্ধী। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে তিনি জানান, ‘এটা শুধু কাশ্মীর নয়, পুরো দেশের উপর আঘাত। গোটা ভারত একসঙ্গে আছে, এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।’ 

Read more!
Advertisement
Advertisement