Advertisement

Rahul Gandhi: 'নেপালের মতো অবস্থা তৈরি করতে চাইছেন রাহুল,' বড় অভিযোগ করলেন BJP-র অনুরাগ

রাহুল গান্ধীর ভোট চুরি নিয়ে বিস্ফোরক সাংবাদিক সম্মেলনের পর তাঁর বিরুদ্ধে তোপ দাগলেন BJP সাংসদ অনুরাগ ঠাকুর। তাঁর দাবি, রাহুল গান্ধী এ দেশে নেপালের মতো অরাজক পরিস্থিতি তৈরি করতে চাইছে।

অনুরাগ ঠাকুর, রাহুল গান্ধী অনুরাগ ঠাকুর, রাহুল গান্ধী
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 18 Sep 2025,
  • अपडेटेड 1:50 PM IST
  • নেপালের মতো পরিস্থিতি তৈরি করতে চাইছেন রাহুল
  • বিস্ফোরক অভিযোগ তুললেন অনুরাগ ঠাকুর
  • হাইড্রোজেন বোমা ফুস হয়ে গিয়েছে বলে কটাক্ষ

'বাংলাদেশ এবং নেপালের মতো পরিস্থিতি ভারতে তৈরি করতে চাইছেন রাহুল গান্ধী।' বৃহস্পতিবার লোকসভার বিরোধী নেতার সাংবাদিক সম্মেলনের পর এভাবেই তোপ দাগলেন BJP সাংসদ অনুরাগ ঠাকুর। কর্নাটকের বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট ডিলিট করে দেওয়া হয়েছে, তার তথ্যপ্রমাণ দেখিয়ে এদিন বিস্ফোরক দাবি করেছেন রাহুল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। তবে তাঁর হাউইড্রোজেন বোমা বিস্ফোরণের দাবি নিয়ে অনুরাগ ঠাকুর বলেন, 'হাইড্রোজেন বোমা ফাটাতে এসেছিলেন, ফুলঝুরি জ্বালিয়ে চলে গেলেন। তাও সেটা ফুস হয়ে গেল।'

অনুরাগ ঠাকুর এদিন কটাক্ষ করে আরও বলেন, 'আসলে রাহুল গান্ধী বিরক্ত। কারণ তাঁর নেতৃত্বে কংগ্রেস ৯০টি নির্বাচন হেরেছে। তাই এসব ভুয়ো এবং বিভ্রান্তিকর দাবি নিয়ে চলে আসছেন। বিভ্রান্তির রাজনীতি করা তাঁর অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এই জন্য বারবার তাঁকে আদালতের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসতে হয়।'

এদিন সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সাংসদের দাবি করেন, 'গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। আমার নয়। আমি তো বিরোধী দলনেতা, সরকারের উপর চাপ দেওয়া আমার কাজ। কিন্তু আমাকে এখন গণতন্ত্র রক্ষার কাজ করতে হচ্ছে। কারণ এ দেশে গণতন্ত্র হাইজ্যাক করা হয়েছে।' তাঁর সংযোজন, 'ভোট চুরি নিয়ে আমরা তথ্যপ্রমাণ সহ সমস্ত বর্ণনা আপনাদের সামনে তুলে ধরছি। এবার বিচার আপনাদের। এই মর্মে খোদ নির্বাচন কমিশনের অন্দর থেকে আমরা সাহায্য পাচ্ছি। ভিতরের কর্মীরাই আমাদের ভোট চুরি ধরতে মদত দিচ্ছেন।' তাঁর অভিযোগ, পরিকল্পনামাফিক নির্দিষ্ট কিছু কেন্দ্রে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, কোথাও আবার অবৈধ ভাবে ভোটারদের নাম ঢোকানো হচ্ছে।  

 

Read more!
Advertisement
Advertisement