আজ অর্থাত্ বুধবার বিহারে প্রথম দফার নির্বাচন। ভোটের দিন ট্যুইটারে প্রচার করার অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধির বিরুদ্ধে নির্বাচন কমিশনকে চিঠি দিল বিজেপি। বিজেপি-র অভিযোগ, কেন ভোটের দিন রাহুল মহাগঠবন্ধনকে ভোট দেওয়ার আর্জি জানাবে। এটা নির্বাচনী বিধি লঙ্ঘন করছে।
এ দিন সকালে রাহুল ট্যুইটারে লেখেন, 'ন্যায়, কর্মসংস্থান ও কৃষক-শ্রমিকের উন্নয়নের জন্য মহাগঠবন্ধনকে ভোট দিন।' এরপরেই রাহুলের ট্যুইট নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে গেরুয়া শিবির। বিজেপি চিঠিতে লিখেছে, 'নির্বাচনী বিধিভঙ্গের দায়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার অনুরোধ জানাচ্ছি।'
ঠিক কী লিখেছেন রাহুল তাঁর ট্যুইটে? কংগ্রেস নেতার ট্যুইটটি হল, 'এ বার ন্যায়, কর্মসংস্থান, কৃষক-শ্রমিকের জন্য, আপনার ভোট দেওয়া উচিত মহাগঠবন্ধনকে। প্রথম দফার নির্বাচনে সবাইকে শুভেচ্ছা। আসুন বিহারকে বদলাই।'
নিউ নর্মালে ভোট চলছে বিহারে। ৭১টি আসনে নীতিশ কুমার মন্ত্রিসভার ৮ সদস্যের ভোট নির্বাচন। লড়ছেন প্রায় ১,০৬৬জন প্রার্থী। করোনা সতর্কতা হিসেবে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। প্রতিটি বুথে থার্মাল স্ক্যানার, হ্যান্ড স্যানিটাইজার, সাবানের ব্যবস্থা রয়েছে। বুধবার ভোটার সংখ্যা প্রায় ২.১৪ কোটি। তাঁদের মধ্যে ১.০১ কোটি মহিলা। করোনা সংক্রমিত এবং বয়স আশী বছরের বেশি হলে পোস্টাল ব্যালটের ব্যবস্থাও থাকছে।
মোট ৩ দফায় ভোট হবে বিহারে। দ্বিতীয় দফার নির্বাচন ৩ নভেম্বর ও তৃতীয় দফার নির্বাচন ৭ নভেম্বর। ভোটের ফল বেরবে ১০ নভেম্বর।