'গাড়ি কেন বাইকের চেয়ে ভারী?', এই সরল প্রশ্নই এবার নতুন বিতর্কের জন্ম দিল। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে বিজেপির তীব্র সমালোচনা শুরু হয়েছে।
কলম্বিয়ার এনভিগাডো শহরে ইআইএ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় রাহুল গান্ধী বলেন, 'একজন যাত্রী বহনের জন্য একটি গাড়িতে ৩,০০০ কেজি ধাতুর প্রয়োজন হয়। অথচ ১০০ কেজি ওজনের একটি মোটরসাইকেল সহজেই দু’জন যাত্রী বহন করে। তাহলে কেন এই বিশাল ওজনের পার্থক্য?'
রাহুল ব্যাখ্যা দেন, যানবাহনের নিরাপত্তা কাঠামোর পার্থক্যের সঙ্গে সম্পর্কিত। তাঁর কথায়, 'একটি গাড়ির ইঞ্জিন যদি সংঘর্ষে চালকের দিকে ধাক্কা দেয়, তা প্রাণঘাতী হতে পারে। তাই গাড়ি এমনভাবে তৈরি করা হয় যাতে ইঞ্জিনটি যাত্রীদের ক্ষতি না করে। অন্যদিকে, মোটরসাইকেলে ধাক্কার সময় ইঞ্জিনটি আলাদা হয়ে যায়, ফলে ঝুঁকি তুলনামূলক কম।'
রাহুল আরও বলেন, ভবিষ্যতের বৈদ্যুতিক যানবাহন প্রযুক্তি এই সমস্যার সমাধান দিতে পারে। 'ইলেকট্রিক মোটর শক্তির বিকেন্দ্রীকরণ ঘটায়। এক জায়গায় বড় ইঞ্জিনের বদলে গাড়ির বিভিন্ন অংশে ছোট মোটর বসানো যায়, এটাই শক্তির প্রকৃত বিকেন্দ্রীকরণ,' ব্যাখ্যা করেন তিনি।
তবে, রাহুল গান্ধীর এই বক্তব্য বিজেপির কটাক্ষ থেকে রেহাই পায়নি। দলের আইটি সেল প্রধান অমিত মালব্য সামাজিক মাধ্যম এক্স-এ একটি ভিডিও ক্লিপ শেয়ার করে লেখেন, 'আমি এত বাজে কথা একসঙ্গে কখনও শুনিনি। কেউ যদি বুঝতে পারে রাহুল গান্ধী আসলে কী বলতে চাইছেন, তবে দয়া করে জানাবেন। আর যদি হাসি পেয়ে যায়, চিন্তা করবেন না, আপনি একা নন।'
কংগ্রেসের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহলে রাহুলের 'গাড়ি-বাইক তুলনা' নিয়ে আলোচনা চলছে জোরকদমে। কেউ এটিকে প্রযুক্তিগত ব্যাখ্যা বলে মনে করছেন, আবার কেউ বলছেন, এই মন্তব্যে রাহুল পরোক্ষভাবে বিজেপির 'অযৌক্তিক' সমালোচনার জবাব দিয়েছেন।