Advertisement

Rahul Gandhi: রাজনাথ সংসদে ঢুকতেই গোলাপ-তেরঙা দিতে গেলেন রাহুল, তারপর...

সংসদে গাড়ি থেকে তখন সবে নেমেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গাড়ি থেকে নেমে সংসদের দিকে হানা দিয়েছেন সবে। সেই সময়ই তাঁর সামনে এলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। রাজনাথকে দেখা মাত্রই তাঁর হাতে গোলাপ ফুল ও তেরঙা দিলেন রাহুল। আর এভাবেই বুধবার সংসদে আদানি ঘুষকাণ্ডে বিক্ষোভ দেখালেন কংগ্রেস সাংসদ। 

রাজনাথকে তেরঙা দিলেন রাহুল।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 11 Dec 2024,
  • अपडेटेड 1:27 PM IST
  • রাজনাথকে দেখা মাত্রই তাঁর হাতে গোলাপ ফুল ও তেরঙা দিলেন রাহুল।
  • বুধবার সংসদে আদানি ঘুষকাণ্ডে বিক্ষোভ দেখালেন কংগ্রেস সাংসদ। 
  • আদানি ঘুষকাণ্ডে সংসদের শীতকালীন অধিবেশনে আলোচনার দাবি জানিয়েছে কংগ্রেস।

সংসদে গাড়ি থেকে তখন সবে নেমেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গাড়ি থেকে নেমে সংসদের দিকে হানা দিয়েছেন সবে। সেই সময়ই তাঁর সামনে এলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। রাজনাথকে দেখা মাত্রই তাঁর হাতে গোলাপ ফুল ও তেরঙা দিলেন রাহুল। আর এভাবেই বুধবার সংসদে আদানি ঘুষকাণ্ডে বিক্ষোভ দেখালেন কংগ্রেস সাংসদ। 

আদানি ঘুষকাণ্ডে সংসদের শীতকালীন অধিবেশনে আলোচনার দাবি জানিয়েছে কংগ্রেস। লাগাতার বিক্ষোভও দেখাচ্ছে তারা। এদিনের অভিনব প্রতিবাদ প্রসঙ্গে কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগ্রহী বলেছেন, 'বর্তমান সরকার প্রতীজ্ঞা নিয়েছে যে সংসদকে কাজ করতে দেবে না। রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীরা লাগাতর দাবি জানিয়ে আসছে অধিবেশন চালনা করার জন্য এবং আদালির লুট নিয়ে আলোচনার জন্য। কিন্তু আদানিকে বাঁচাতে সব রকম চেষ্টা করছে সরকার।'

গত ২০ নভেম্বর থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। শুরু থেকেই আদানি ঘুষ কাণ্ডে সরব কংগ্রেস। 

প্রসঙ্গত, ভারতীয় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। বাজারের থেকে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত পেতে দেশের সরকারি আধিকারিকদের প্রায় ২২০০ কোটি টাকা ঘুষ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে আদানি, তাঁর ভাইপো সাগর-সহ ৭ জনের বিরুদ্ধে। রাষ্ট্রায়ত্ত সংস্থা এসইসিআই ঘুষ দিয়ে বরাত পেতে আদানিদের সাহায্য করে বলে অভিযোগ। দাবি করা হয়েছে, আদানিদের পরিকল্পনা, ২০ বছরে ২০০ কোটি ডলার লাভ ঘরে তোলা। ২০২০-২৪ সালে আমেরিকার ব্যাঙ্ক ও লগ্নিকারীদের কাছে ঘুষের কথা গোপন করে ১২ গিগাওয়াট সৌরবিদ্যুৎ জোগানের জন্য কোটি কোটি ডলার সংগ্রহ করে আদানি গোষ্ঠী, যা প্রতারণা। আমেরিকার আইন অনুসারে, বিদেশে দুর্নীতির অভিযোগের সঙ্গে আমেরিকার বাজার, লগ্নিকারীদের নির্দিষ্ট সংযোগ থাকলে, তারা তদন্ত করে শাস্তি দিতে পারে। আদানি ও তাঁর ভাইপোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement