Advertisement

Rajnath Singh On Operation Sindoor: যারা সিঁদুর মুছেছিল, অপারেশন সিঁদুর তাদের যোগ্য জবাব দিয়েছে: রাজনাথ

ভারতের 'অপারেশন সিঁদুর' নিয়ে বড় বার্তা দিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, এই অপারেশনের মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব দিয়েছে ভারত। সন্ত্রাসবাদ নিয়ে ভারত জিরো টলারেন্স নীতিতে চলে। এটা মোদীর নেতৃত্বাধীন নয়া ভারত বলেও উল্লেখ করেন রাজনাথ।

Rajnath Singh On Operation Sindoor Rajnath Singh On Operation Sindoor
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 11 May 2025,
  • अपडेटेड 2:36 PM IST
  • শত্রুপক্ষকে যোগ্য দেওয়ার মোক্ষম অস্ত্র ব্রহ্মস: রাজনাথ
  • দেশ শক্তিশালী না হলে কেউ সম্মান করবে না: রাজনাথ সিং
  • লখনউয়ের ব্রহ্মসের নতুন ইউনিটের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী

'অপারেশন সিঁদুর' নিয়ে এই প্রথম মুখ খুললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি রবিবার লখনউতে ব্রহ্মস মিসাইলের নয়া ইউনিটের উদ্বোধন করেন ভার্চুয়াল মাধ্যমে। সেখানে তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, 'সিঁদুর শুধু একটি সামরিক অপারেশন ছিল না, এটি একটি সংকল্প। যারা সিঁদুর মুছেছিল, অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত তাদের যোগ্য জবাব দিয়েছে।'

এদিন রাজনাথ সিং বলেন, 'ভারত নিজের ক্ষমতা দেখিয়ে দিয়েছে। শক্তিশালী দেশ না হলে বিশ্বে কেউ সম্মান করে না।' জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে ভারত ব্রহ্মস মিসাইলের ব্যবহার করেছিল, যোগী আদিত্যনাথের এই দাবির মাঝেই রাজনাথ সিং বলেন, 'ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল কেবলমাত্র একটি হাতিয়ার নয় এটি বিশ্বকে দেওয়া ভারতের একটি বার্তা। ভারতের পরাক্রমের বার্তা বহন করছে এই মিসাইল। ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতার পরিচয় এই ব্রহ্মস মিসাইল। শত্রুর নিধনে ভারত কী ভূমিকা পালন করতে পারে, সেটিরও পরিচয় বহন করে এই মিসাইল।' 

পাশাপাশি, রাজনাথের বক্তব্য, 'অপারেশন সিঁদুর বুঝিয়েছে, সীমান্তের ওপারেও জঙ্গিরা নিরাপদ ভাবে থাকতে পারবে না।' 'অপারেশন সিঁদুর'-এর ব্যাখ্যা করে প্রতিরক্ষামন্ত্রীর সংযোজন, 'অপারেশন সিঁদুর কেবলমাত্র একটি সামরিক পদক্ষেপ নয়। এটা ভারতের রাজনৈতিক, সামাজিক এবং কূটনৈতিক শক্তির প্রদর্শন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতির পরিচয় দিয়েছে এই অপারেশন। ভারত দেখিয়ে দিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যখন আমরা কোনও অ্যাকশন নিই তখন সীমান্ত পারেও জঙ্গি এবং তাদের মদতদাতারা রেহাই পাবে না।' 

 

Read more!
Advertisement
Advertisement