Advertisement

China Issue: অধীর বললেন, 'চিন নিয়ে চর্চা হোক,' রাজনাথের জবাব, 'বুক চিতিয়ে প্রস্তুত'

রাজনাথ সিং যখনই বলতে শুরু করেন, তখন অধীর চৌধুরী সমেত বেশ কয়েকজন সাংসদ তাঁকে বাধা দিয়ে জিজ্ঞাসা করতে শুরু করেন যে চিন ভারতের কতটা অংশ দখল করে আছে? এর প্রত্যুত্তরে রাজনাথ সিং বলেন...

'বুক ফুলিয়ে প্রস্তুত', অধীর চৌধুরীর চিন নিয়ে চর্চার দাবির জবাবে বললেন রাজনাথ সিং'বুক ফুলিয়ে প্রস্তুত', অধীর চৌধুরীর চিন নিয়ে চর্চার দাবির জবাবে বললেন রাজনাথ সিং
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 21 Sep 2023,
  • अपडेटेड 4:08 PM IST
  • 'বুক ফুলিয়ে প্রস্তুত'
  • অধীর চৌধুরীর চিন নিয়ে চর্চার দাবির
  • জবাবে বললেন রাজনাথ সিং

লোকসভায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর মধ্যে বৃহস্পতিবার নরমে-গরমে উত্তপ্ত বাদানুবাদ দেখতে পাওয়া গিয়েছে। রাজনাথ সিং এখন চন্দ্রযান থ্রি, আদিত্য এল-১ সমেত তামাম সুরক্ষা বিষয়গুলির ওপর আলোচনা করছিলেন। তখনই অধীররঞ্জন চৌধুরী তাঁর মাঝখানে তাঁকে থামিয়ে দেন। তিনি তাঁকে বলেন যে, তিনি কি চিনের উপর আলোচনা করতে সাহস রাখেন? এতে রাজনাথ সিং বলেন, 'সম্পূর্ণ সাহস আছে। এরপর রাজনাথ সিং যখনই বলতে শুরু করেন, তখন অধীর চৌধুরী সমেত বেশ কয়েকজন সাংসদ তাঁকে বাধা দিয়ে জিজ্ঞাসা করতে শুরু করেন যে চিন ভারতের কতটা অংশ দখল করে আছে? এর প্রত্যুত্তরে রাজনাথ সিং বলেন যে, 'ইতিহাসে নিয়ে যেও না। চিনের উপর আমি আলোচনার জন্য প্রস্তুত রয়েছি এবং বুক ফুলিয়ে চর্চা করতে পারি'

রাজনাথ সিং ইসরো কে জানান

লোকসভায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন যে, চন্দ্রযানের সাফল্য আমাদের নিশ্চিতভাবে একটা বড় উপলব্ধি। কারণ একদিকে পৃথিবীর অধিকাংশ উন্নত দেশ এবং যারা আমাদের চেয়ে অনেক বেশি সরঞ্জাম এবং ইকুইপমেন্ট থাকা সত্ত্বেও তাঁরা চাঁদের দক্ষিণ গোলার্ধে পৌঁছতে পারেনি, সেখানে অন্যদিকে আমাদের সীমিত সামর্থ্য এবং সরঞ্জাম নিয়ে আমরা চাঁদের দক্ষিণ গোলার্ধে ল্যান্ড করতে পেরেছি। আমি সবার আগে ইসরোর বিজ্ঞানী এবং ভারতীয় সমস্ত বৈজ্ঞানিক সমুদায়কে এই সাফল্যের জন্য হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আজ কেবল আমারই নয় সরকারেরও নয়, সমগ্র দেশের একটি গর্বের দিন।

আরও পড়ুন


সংসদের বিশেষ অধিবেশন চলছে

মঙ্গলবার লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ করা হয়। এই লোকসভাতে এটি পাস হয়ে গিয়েছে। এর সমর্থনে ৪৫৪ জন সংসদ ভোট করেছেন। এর বিপক্ষে মাত্র ২ টি ভোট পড়েছে। লোকসভাতে বিল পাস হওয়ার প্রধানমন্ত্রী বৃহস্পতিবার লোকসভায় বলেন কাল ভারতীয় সংসদীয় যাত্রার সুবর্ণ অধ্যায় ছিল। এই সদনে সমস্ত সদস্য ওই অধ্যায়ের ভাগীদার।কালকের এই সিদ্ধান্ত যখন আমরা রাজ্যসভায় বিল পাশ করার পর শেষ পদক্ষেপ করে নেব তখন দেশের মাতৃ শক্তির মেজাজ বদলাবে এবং যা বিশ্বাস তৈরি করবে, যা দেশকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে সমর্থ হবে। এটা আমি এখনই অনুভব করতে পারছি।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement